উৎকণ্ঠায় সারা দেশে অবস্থান করা বিদেশি নাগরিকরা, বিদেশিরা দেশে ফিরে যাওয়ার চিন্তা করছেন

উৎকণ্ঠায় সারা দেশে অবস্থান করা বিদেশি নাগরিকরা, বিদেশিরা দেশে ফিরে যাওয়ার চিন্তা করছেন

উৎকণ্ঠায় সারা দেশে অবস্থান করা বিদেশি নাগরিকরা, বিদেশিরা দেশে ফিরে যাওয়ার চিন্তা করছেন
 বাংলাদেশে দুই বিদেশি নাগরিক নিহত হওয়া ঘটনায় উৎকণ্ঠায় রয়েছেন ঢাকাসহ সারা দেশে অবস্থান করা বিদেশি নাগরিকরা। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের কথিত দায় স্বীকারের  মাত্র পাঁচ দিনের ব্যবধানে দুই বিদেশি নাগরিক নিহত হওয়া ,এক সপ্তাহ ধরেই নিজেদের নাগরিকদের সতর্ক করে রাখা পশ্চিমা দেশগুলোর বেশির ভাগই নতুন করে সতর্কবার্তা হালনাগাদ (আপডেট) করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে এশিয়ার দেশ জাপান, কোরিয়া ও সিঙ্গাপুর। ঢাকার গুলশান, বনানী ও বারিধারায় সীমিত হয়ে গেছে বিদেশিদের চলাচল। উৎকণ্ঠায় আছেন চট্টগ্রাম, খুলনা, মুন্সীগঞ্জ, শরীয়তপুরসহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত বিদেশিরা। দেশের বিভিন্ন স্থান থেকে বিদেশিরা ফিরে এসেছেন ঢাকায়। বাতিল করা হয়েছে বিজিএমইএর সঙ্গে পোশাক ক্রেতাদের বৈঠক। অবশ্য সরকারের পক্ষ থেকে বিদেশি নাগরিকদের নিরাপত্তার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। ঢাকার কূটনৈতিক জোনে জনসাধারণের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। সারা দেশের যেসব স্থাপনায় বিদেশিরা কর্মরত আছেন সেখানে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই সঙ্গে দেশের কোথায় কোথায় বিদেশিরা আছেন সেই তথ্য হালনাগাদের কাজ করছে সরকার।


উৎকণ্ঠায় সারা দেশে অবস্থান করা বিদেশি নাগরিকরা, বিদেশিরা দেশে ফিরে যাওয়ার চিন্তা করছেন
কূটনৈতিক সূত্র জানায়, ঢাকার সব বিদেশি দূতাবাস থেকে সতর্কবার্তা প্রচার হোক বা না হোক তাদের নাগরিকদের ব্যক্তিগত সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে শুধু জরুরি কাজে চলাফেরার নির্দেশ দিয়েছে। রাস্তায় হাঁটাচলা বা রিকশাকে বাহন হিসেবে না নিয়ে শুধু গাড়িতে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। ঢাকার যুক্তরাজ্য দূতাবাস জাপানের নাগরিকের মৃত্যু খবর ও আইএস কর্তৃক দায় স্বীকারের তথ্য উল্লেখ করে গতকাল বিকালে আপডেট করা সতর্কবার্তায় বলেছে, পশ্চিমা স্বার্থ-সংশ্লিষ্টদের ওপর বাংলাদেশে জঙ্গি হামলার গুরুতর আশঙ্কা আছে। জাপান দূতাবাস গতকাল দিনভর তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপত্তা সতর্কতা প্রচার করেছে। দেশের বিভিন্ন স্থানে কর্মরত জাপানি বিশেষজ্ঞ, কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন জাপান দূতাবাস সবাইকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত ছাড়া জরুরি কাজ থেকেও বিরত থাকার পরামর্শ দিয়েছে। একই ধরনের সতর্কবার্তা পেঁৗছানো হয়েছে সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রায় ১৫০০ কোরীয় নাগরিককে। তাদের প্রত্যেককে ব্যক্তিগত নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। মার্কিন দূতাবাস থেকে নতুন করে সতর্কবার্তা প্রচার করা না হলেও দূতাবাসের মধ্যম স্তরের এক কূটনীতিক জানান, সদর দফতর থেকে সতর্কবার্তা আপডেট করা হয়নি। কিন্তু দূতাবাস তার সব কর্মকর্তা-কর্মচারীকে সব সময় নিজেদের নিরাপত্তার বিষয়ে সচেতন থাকতে বলেছে। একই পরামর্শ দেওয়া হয়েছে অন্যান্য মার্কিন নাগরিককেও। অস্ট্রেলিয়া হাইকমিশন তাদের সতর্কতা নতুন করে আপডেট করে বড় ধরনের জঙ্গি হামলার শঙ্কা প্রকাশ করেছে। হাই লেভেলের নিরাপত্তা সতর্কতা রাখতে বলেছে। একই ধরনের সতর্কতা প্রচার করেছে কানাডিয়ান হাইকমিশনও। সিঙ্গাপুরের পররাষ্ট্র দফতর থেকে বিশেষভাবে বাংলাদেশে আসতে ইচ্ছুক বা ইতিমধ্যেই সফরে আসা সিঙ্গাপুরের নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা রাখতে বলেছে। সেই সঙ্গে সব পাবলিক প্লেসে বিদেশিদের অংশগ্রহণের স্থান এড়িয়ে চলতে বলেছে সিঙ্গাপুর। ইতালি তাদের নিরাপত্তা সতর্কতা প্রত্যাহার করে নিলেও ইতালিয়ান রাই টেলিভিশনের ঢাকায় আসা সাংবাদিকের প্রতিবেদনে প্রায় দুইশ ইতালিয়ান ঢাকায় নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠিত বলে জানানো হয়েছে। এই দুইশ ইতালিয়ান দেশে ফিরে যাওয়ার চিন্তা করছেন বলেও উল্লেখ করা হয়েছে।
উৎকণ্ঠায় সারা দেশে অবস্থান করা বিদেশি নাগরিকরা, বিদেশিরা দেশে ফিরে যাওয়ার চিন্তা করছেন
জানা যায়, দূতাবাসগুলোর সতর্কবার্তার পর বিদেশিরাও উৎকণ্ঠায় নিজেদের চলাফেরা সীমিত করে ফেলেছে। আগে ঢাকার যেসব স্থানে বিদেশিদের দিনের প্রায় সব সময়ই চলাফেরা করতে দেখা যেত, যেমন গুলশান পার্ক, বারিধারা পার্ক, গুলশান ডিসিসি মার্কেটসহ বিভিন্ন শপিং মল ও কূটনৈতিক জোনের রাস্তায়, এসব স্থানে তাদের আর তেমন একটা দেখা যাচ্ছে না। যদিও ঢাকার বারিধারা কূটনৈতিক এলাকার কয়েকটি রাস্তা বন্ধ করে দিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। প্রায় প্রতিটি রাস্তায় টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বসানো হয়েছে বেশ কিছু চেকপোস্ট। বারিধারার কূটনৈতিক জোনে সেখানকার সোসাইটির স্টিকার ছাড়া কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রতিটি মোটরসাইকেলে চালানো হচ্ছে তল্লাশি। একই ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে গুলশান-১ ও ২ নম্বর এবং বনানীতে থাকা কূটনৈতিক স্থাপনাগুলোর আশপাশে। কোনো কোনো এলাকায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত অতিরিক্ত বিশেষ টহল শুরু হয়েছে।
উৎকণ্ঠায় সারা দেশে অবস্থান করা বিদেশি নাগরিকরা, বিদেশিরা দেশে ফিরে যাওয়ার চিন্তা করছেনসূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিটি জেলার ডিসি ও এসপিকে বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিদেশিদের তথ্য দ্রুততম সময়ের মধ্যে হালনাগাদ করে ঢাকায় পাঠাতে বলা হয়েছে। এ ছাড়া যার যার এলাকায় থাকা বিদেশিদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করতে দায়িত্বশীলদের সেখানে গিয়ে বিদেশিদের সঙ্গে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে। পদ্মা সেতু তৈরি কাজে মুন্সীগঞ্জ ও শরীয়তপুরে থাকা হাজারের বেশি চীনা নাগরিকের নিরাপত্তার বিষয়ে গতকাল আশ্বস্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজেই। মন্ত্রী সেতু প্রকল্পে কর্মরত দেশি-বিদেশি কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে নিরাপত্তাবিষয়ক জরুরি বৈঠক করে ওই আশ্বাস দেন। বলেছেন, পদ্মা সেতু নির্মাণ প্রকল্প এলাকায় কর্মরত বিদেশিদের নিরাপত্তায় কোনো সমস্যা হবে না। নিরাপত্তা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। বিদেশিদের নিয়ে বাড়তি সতর্কতা : যশোরে বিভিন্ন দেশের মোট ২৪ জন নাগরিক রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীগুলো তাদের নিরাপত্তায় বাড়তি নজর রেখেছে এবং তাদের সতর্কভাবে ও সংঘবদ্ধভাবে চলাফেরা করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া পূর্বনির্ধারিত সূচি অনুসারে গতকাল ঢাকায় ফিরে গেছেন যশোরে বেড়াতে আসা ১৭ জাপানি। টোকিওর কোকুসাইবিজ ইনকরপোরেট নামের একটি কনসালটিং ফার্মের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়োইসি সিবাটা জানান, 'হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর থেকেই জাপানে থাকা পরিবারের সদস্যরা উদ্বিগ্ন।'
উৎকণ্ঠায় সারা দেশে অবস্থান করা বিদেশি নাগরিকরা, বিদেশিরা দেশে ফিরে যাওয়ার চিন্তা করছেন
সহযোগিতার আহ্বান পুলিশের : পুলিশের পক্ষ থেকে বিদেশি নাগরিকদের উৎকণ্ঠিত না হয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে পুলিশ। খুলনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাবিুল্লাহ খান বলেন, খুলনায় বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন দুই শতাধিক বিদেশি নাগরিক। তাদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) দেবদাস ভট্টাচার্য জানান, বিভিন্ন দেশের আড়াই হাজার নাগরিকের নিরাপত্তায় ৩০টি স্থানে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। হোটেলে অবস্থানরত বিদেশিদের পাহারায় কাজ করছে সাদা পোশাকের পুলিশ। নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জাকারিয়া জানান, বিদেশিদের নিরাপত্তার জন্য সাদা পোশাকেও পুলিশ সদস্যরা কাজ করছে। টহল পুলিশের তৎপরতাও বাড়ানো হয়েছে। বিদেশিদের সঙ্গে এসপির বৈঠক : আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের নির্মাণাধীন চারটি বিদ্যুৎ ইউনিটে, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের তত্ত্বাবধানে নির্মাণাধীন আশুগঞ্জ গ্যাস কম্প্রেসার স্টেশনে ও দ্বিতীয় ভৈরব রেলসেতু নির্মাণ প্রকল্পে কোরিয়া, জাপান, স্পেন ও ভারতসহ বেশ কয়েকটি দেশের শতাধিক নাগরিক কর্মরত। তাদের নিরাপত্তা জোরদারের পাশাপাশি চলাফেরায় সাবধানতা অবলম্বনসহ বিভিন্ন নিরাপত্তা টিপস দিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। শনিবার সন্ধ্যায় আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের হল রুমে পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন প্রকল্পের প্রকল্প প্রধান ও বিদেশি নাগরিকদের উপস্থিতিতে এ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।  বাগেরহাটে থাকা ৬৭ জন বিদেশির নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে পুলিশ। বাগেরহাট পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্লা জানান, বর্তমানে বাগেরহাটে থাকা বিদেশির মধ্যে চীনের ৪৩ জন, ব্রিটিশ ১৫, ভারতীয় ৬, পাকিস্তানি ২ ও ১ জন জাপানি আছেন। তাদের মধ্যে চিতলমারীতে বিভিন্ন এনজিওতে কর্মরত রয়েছেন ১০ ব্রিটিশ নাগরিক। তাদের নিরাপত্তায় বাড়তি পুলিশি টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
আদমজী ইপিজেডে ২৩৮ বিদেশির নিরাপত্তা জোরদার : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় আদমজী ইপিজেডে বিভিন্ন শিল্প-কারখানায় কর্মরতদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসব বিদেশি অনেকের মধ্যে আতঙ্ক থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, তাদের কঠোর নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। জানা যায়, আদমজী ইপিজেডে কর্মরত ২৩৮ জন বিদেশি মূলত জাপান, শ্রীলঙ্কা, হংকং, ফিলিপাইন, জার্মানি, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, আমেরিকা ও যুক্তরাজ্যসহ আরও কয়েকটি দেশের নাগরিক। বেপজার জিএম শাহ আলম সরকার জানান, তাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইপিজেডের ভিতরে শিল্প পুলিশ-৪ ও বাইরে র্যাব-১১ এর কার্যালয় আছে। এ ছাড়া ইপিজেডের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও আগের চেয়ে জোরদার করা হয়েছে। পোশাক খাতের বায়ার্স ফোরামের বৈঠক বাতিল : নিরাপত্তাজনিত কারণে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সঙ্গে বায়ার্স ফোরামের আজকের পূর্ব নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। বিজিএমইএর কর্মকর্তারা জানান, মূলত গত কয়েক দিনে বিদেশি দুই নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় বায়ার্স ফোরাম উদ্বেগ প্রকাশ করেছে। ফলে অনেক কর্মকর্তার একসঙ্গে বৈঠক করা নিরাপদ মনে করছেন না তারা। তাই বৈঠকটি বাতিল করা হয়েছে।

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment