তারা ভুলেই যান উপমহাদেশে আরও সন্দুর সুন্দর মুখের অভিনেত্রী রয়েছেন! এমন একটি দেশ পাকিস্তান! এ্যাঞ্জেলিনা জোলি, কারিনা কাপুর, ক্যাটরিনা, প্রিয়াঙ্কা চোপড়াদের নিয়ে বেশি মেতে থাকেন উপমহাদেশের দর্শকরা। বলিউড অভিনেত্রী বিনা মালিকের দেশ পাকিস্তান সেরা ১০ অভিনেত্রীকে নিয়ে এই প্রতিবেদন।
মাহনূর বেলোচ
সুন্দর মুখের জন্য পাকিস্তানে চলচ্চিত্রপাড়ায় সবচেয়ে বেশি জনপ্রিয় মাহনূর। টিভিতে সিরিয়ালে অভিনয়ের পাশপাশি কাজ করেন মডেল হিসেবেও। ২০১৩ সালে স্পোর্টস বিষয়ক পাকিস্তানের আলোচিত ছবি ‘মে হু শহীদ আফ্রিদি’তে অভিনয় করেছেন তিনি।
‘বোল’ ছবি দিয়ে পাকিস্তানী চলচ্চিত্রে পা রাখেন ৩০ বছর বয়সী মাহিরা খান। এর পর অভিনয় করেছেন ‘হামসফর’ ফিল্মে। তার অভিনয়ে মুগ্ধ বলিউড বাদশাহ শাহরুখ খান তার আসন্ন ছবি ‘রাঈসে’তে তাকে নায়িকা হিসেবে এরই মধ্যে নির্বাচিত করেছেন।

সনম বেলোচ
সনম বেলোচ
উপস্থাপিকা হিসেবে দারুণ দর্শকনন্দিত সনম। জিও টিভি থেকে শুরু করে পাকিস্তানের প্রতিষ্ঠিত সব টিভি চ্যানেলে সমানভাবে চলে তার উপস্থাপনায় অনুষ্ঠান। মূলত দর্শক তাকে গ্রহণ করেছে নান্দনিক উপস্থাপনা ও আবেদমনময়ী লুকের জন্য।

আজিজা খান
আজিজা খান
মাত্র ১৬ বছর বয়সে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও আকষর্ণীয় শরীর ও অভিনয় দিয়ে দর্শক হৃদয় জয় করে নিয়েছেন এই অভিনেত্রী। গুগুল সার্চ ইঞ্জিনে এ বছর পাকিস্তানী অভিনেত্রীদের মধ্যে তাকেই বেশি খুঁজেছেন দর্শকরা।

আয়েশা খান
আয়েশা খান
টিভি দিয়ে ক্যারিয়ার শুরু হলেও এই মুহূর্তে পাকিস্তানী চলচ্চিত্রে খুবই পরিচিত মুখ আয়েশা। দারুণ অভিনয় করে জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে। তার আলোচিত ছবিগুলো হল- ‘ওয়ার’ ও ‘আভি তাউ মে জোয়ান হু’।

মায়া আলী
মায়া আলী
মডেল ও অভিনেত্রী হিসেবে কাজ করেন মায়া। হাম টিভিতে অভিনয় করার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন তিনি। বর্তমানে দেশটির দর্শকনন্দিত একজন অভিনেত্রী হিসেবে নিজের জায়গা আরও শক্ত করেছেন তিনি।

মেউইশ হায়াত
মেউইশ হায়াত
পাকিস্তানের আবেদনময়ী নায়িকদের সারিতে সবার আগে মেউইশ। পারফর্ম করেছেন আইটেম গানেও। তার দর্শকপ্রিয় আইটেম গানটি হল ‘বিল্লি’। অভিনয় করেছেন ‘না মালুম আফরাদ’ ছবিতে।

আরিজ ফাতিমা
আরিজ ফাতিমা
আমেরিকান বংশোদ্ভূত এই মডেল ও অভিনেত্রী পাকিস্তানে দারুণ নন্দিত তার অভিনয় ও সুন্দর মুখের জন্য। অভিনয় করেছেন টিভি সিরিয়াল কিস ডিন মেরা ও কেসে আপনা কাহের মতো আলোচিত সিরিয়ালে।

মাওরা হোকেন
মাওরা হোকেন
অল্প সময়ের মধ্যে পাকিস্তানে ভাল একটি জায়গা করে নিয়েছেন ১৯৯২ সালে জন্ম নেওয়া এই অভিনেত্রী। দারুণ অভিনয়ের জন্য তার সাফল্যের পার্সে এরই মধ্যে উঠেছে হাম এ্যাওয়ার্ডস।

এইনি জাফরি
এইনি জাফরি
লম্বা সময় মালয়েশিয়া ও সিঙ্গাপুরে পার করলেও পাকিস্তানে নিজের জায়গা তেমন নড়বড়ে হয়নি তার। ‘মেরি বেহনা মায়া’ টিভি সিরিয়ালের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছেন। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। তার অভিনীত ছবি হচ্ছে ‘মে হু শহীদ আফ্রিদি’।


0 comments :
Post a Comment