নভেম্বরে ২য় কাঁচপুর, মেঘনা, গোমতী আগামী জুনে শীতলক্ষ্যা সেতু নির্মান কাজ শুরু হবে- সেতু মন্ত্রী
নভেম্বরে ২য় কাঁচপুর, মেঘনা, গোমতী সেতুর নির্মান কাজ শুরু করা হবে। সাড়ে ৮ হাজার কোটি টাকা ব্যায়ে ,অন্যদিকে আগামী বছর জুন মাসে শীতলক্ষ্যা সেতুর নির্মান কাজও শুরু হবে। এ ছাড়াও আগামী ২৬ অক্টোবর ভূলতা ফ্লাইওভার নির্মানকাজের চুক্তি সম্পাদন করা হবে। চুক্তির পর ১ নভেম্বর থেকে এর কাজ চালু হবে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেস বিহীন গাড়ি ও লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর প্রতিরোধের অভিযান পরিদর্শনে এসে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের এসব কথা বলেন। এ সময় তিনি গণপরিবহনের যাত্রী ও চালকদের সাথে অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে কথা বলেন। অতিরিক্ত ভাড়া আদায়, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো ও গাড়ির ফিটনেস না থাকার অভিযোগে একটি বিআরটিসির বাস সহ ৩টি মালিকানাধীন গাড়ির কাগজপত্র জব্দ করেন। ওই গাড়ির চালক ও মালিকদের বিরুদ্ধে বিআরটিএ’র কার্যালয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে মন্ত্রী জানান। মন্ত্রী আরো বলেন, নারায়ণগঞ্জ, নরসিংদী ও রাজধানীর বাসগুলো অতিরিক্ত ভাড়া আদায় করে যাত্রীদের হয়রানি করছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। বিআরটিসিসহ যেকোন গন পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় হলে কাউকেই ছাড় দেয়া হবেনা।
0 comments :
Post a Comment