সিদ্ধিরগঞ্জে আওয়ামীলীগের দলীয় কার্যালয় সুবিধাবাদীদের দখলে, ত্যাগী নেতাকর্মীরা হতাশা
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
আলোচিত ৭ হত্যা কান্ডের পর শহীদ চেয়ারম্যানের ভয়ে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের শীর্ষস্থানীয় দাপটি নেতারা আতœগোপন করার পর যারা দলীয় কার্যালয় রক্ষার জন্য প্রহরী হয়েছিল তারাই এখন প্রবেশ করতে পারচ্ছেনা। সুবিধাবাদী চাঁদাবাজ নেতা ও তাদের চামচারাই হয়ে পড়েছে দলীয় কার্যালয়ের হর্তাকর্তা। এতে চরম ক্ষোভ বিরাজ করছে ত্যাগী ও দলপ্রিয় নেতাকর্মীদের মাঝে।
জানা গেছে, বহুল আলোচিত ও মর্মান্তিক ৭ হত্যা কান্ডের পর আওয়ামীলীগ শূন্য হয়ে পড়েছিল সিদ্ধিরগঞ্জ থানা এলাকা। ৭ হত্যা মামলার আসামি ও শহীদ চেয়াম্যানের ভয়ে আতœগোপন করেছিল শীর্ষস্থানীয় সব নেতারা। তখন খালি মাটে একক আধিপত্য বিস্তার করে শহীদ চেয়ারম্যান। অনেক আওয়ামীলীগ নেতার বাড়ী-ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও অবৈধ আয়ের উৎস দখল করে নেয় শহীদ চেয়ারম্যান ও তার বাহিনী। এসময় সিদ্ধিরগঞ্জ পুলস্থ থানা আওয়ামীলীগের দলীয় কার্যলয় খোলার কোন লোক ছিলনা। ওই দুর্দিনে মামলা হামলা ও শহীদ চেয়ারম্যানের ভয় উপেক্ষা করে যে সব নেতাকর্মীরা দলীয় কার্যালয় রক্ষা করতে প্রহরী হয়ে দিন রাত বসে রয়েছে তারাই এখন দলীয় কার্যালয়ে প্রবেশ করতে পারছেনা। আতœগোপনে থাকা নেতারা এলাকায় ফিরে আসায় তাদের চামচাদের ভিরে আসন পাচ্ছেনা বলে ক্ষোভের সাতে অভিযোগ জানায় একাধিক নেতা। সুবিধাবাদী নেতাদের পালিত সন্ত্রাসী ও চেলা চামচারা অবৈধ আয়ের উৎস দখলে মরিয়া হয়ে উঠেছে। সন্ত্রাসী চাঁদাবাজি করে তারা দলের বদনাম করেও দাপট দেখাচ্ছে। ত্যাগী আর দলপ্রিয় নেতাকর্মীরা অপমূল্যায়নের শিকার হয়ে চাপা ক্ষোভ নিয়ে দিন কাটাচ্ছে।

0 comments :
Post a Comment