
ডিবির হারানো দূর্নাম আবারো ফিরিয়ে আনছে দারোগা সাইফুল , কোরবানীর ঈদের পূর্বে জেলার রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁ, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে ব্যাপক অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, পলিথিন ব্যবসায়ীসহ নানা অপরাধীদের আটক করে রমরমা গ্রেফতার বাণিজ্য করার পর আবার বেপরোয়া হয়ে উঠেচে দারোগা সাইফুল। গত সোমবার রাতে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সাইফুল (৩৫) ও আলম (২৮) কে ৮০ পিস ইয়াবা টেবলেটসহ আটক করে ।দারোগা সাইফুলের সোর্স নিরবের দেখানো মতে সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি দুই জনকে গ্রেফতারের পর ব্যাপক দর কষাকষী করে। দরদামে মিল না হওয়ায় ডিবি কার্য্যালয়ে আনা হলে মধ্যরাত পর্যন্ত আবার চলে দর কষাকষি। এরপর দুই লাখ টাকায় ভোর রাতে ছেড়ে দেয়া হয় দুই মাদক ব্যবসায়ীকে। হত্যা মামলার আসামীকে মাদকসহ গ্রেফতারের পর ছেড়ে দেয়ার ঘটনায় ব্যাপক সমালোচনার সৃস্টি হয়েছে ।জানা যায়, মঙ্গলবার সকাল থেকে দারোগা সাইফুল তার নিজের ভাড়া করা মাইক্রোবাস নিয়ে সোনারগাঁ ও রূপগঞ্জের বিভিন্ন শিল্প ফ্যাক্টরীতে হানা দিয়ে অবৈধ পলিথিনের দোহাই দিয়ে কর্মচারীদের আটক করে চাঁদাবাজি করার পর নারায়ণগঞ্জে ফেরার পথে সোর্স নিরবের দেখানো মতে বন্দর থানার একটি হত্যা মামলার পলাতক আসামী সাইফুল (৩৫) ও তার সহযোগি আলম (২৮)কে গ্রেফতার করে। এই ঘটনায় চৌধুরী বাড়ি এলাকায় লোকজন জড়ো হলে আসামীদের মাইক্রোবাসে উঠিয়ে ডিবি কার্য্যালয়ে নিয়ে আসে। এরপর শুরু হয় দর কষাকষি। দরদাম ঠিক হবার পর ঘুষের ২ লাখ টাকা গ্রহণ করে আবার নতুন নাটক মঞ্চস্থ করতে অভিযানে বের হয়ে কামরুল ইসলাম জানু নামের এক মাদক ব্যবসায়ীকে ধরে এনে ডিবি হাজতে রাখে। এরপর ছাড়া হয় সাইফুল ও আলমকে।এই বিষয়ে মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, কি করে একজন ওয়ারেন্টভুক্ত আসামী মাদকসহ গ্রেফতারের পর মাত্র কয়েক ঘন্টার মধ্যে ছাড়া পায় তা বুঝে পাচ্ছি না । এমন অভিযোগ সম্পর্কে জেলা গোয়েন্দা পুলিশের দারোগা সাইফুলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি ওয়ারেন্টভুক্ত আসামী সাইফুল ও আলম নামের কাউকে গ্রেফতার করি নাই। তবে ৫৭ পিস ইয়াবাসহ কামরুল নামের একজনকে গ্রেফতার করেছি । দারোগা সাইফুলের এমন বক্তব্যে ডিবি পুলিমের এক কর্মকর্তা বলেন, গত সোমবার রাতে কয়েকজন আসামী ডিবি হাজতে ছিলো এগুলো ধরেছে কে ? গত সোমবার সোনারগাঁেয়র পলিথিন কারখানায় অভিযান চালিয়ে বাণিজ্য করেছে কে ? রূপগঞ্জে ভুলতায় একই পন্থায় কর্মচারী আটক করে ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে কে ? ঈদের পূবে কয়েকদিন চাষাড়া, মাসদাইর ও ফতুল্লা থেকে মাদক ব্যবসায়ী আটকের পর তাদের পথেই ছেড়ে দিয়েছে কে ? এমন প্রশ্ন করলেই বেড়িয়ে আসবে দারোগা সাইফুল কতটা অপকর্ম করছে নানাভাবে।
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
0 comments :
Post a Comment