আযানের সময় বাদ্যযন্ত্র না বাজিয়ে সুশৃঙ্খল ভাবে পূজা উদযাপনের আহবান– না’গঞ্জে প্রধান বিচারপতি
সারা পৃথিবীতে প্রত্যেকটি অঞ্চলে বিশৃঙ্খলা, মারামারি, হানাহানি হচ্ছে। আমরা গর্ব করে বলতে পারি শুধু বাংলাদেশেই শান্তিপূর্ণ ভাবে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের প্রধান বিচারপতি এসকে সিনহা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে ২/১টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও কিছু হয়নি। আমরা সৌহাদ্যপূর্ণ পরিবেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পূজা উদযাপন করছি। আযানের সময় বাদ্যযন্ত্র না বাজিয়ে সুশৃঙ্খল ভাবে পূজা উদযাপনের আহবান জানান তিনি। মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় আয়োজিত ১৩৩তম শারদীয় দূর্গাপূজা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। পূজা পরিদর্শনকালে প্রধান বিচারপতির সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিছুর রহমা মিঞা, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, এফবিসিসিআই’র পরিচালক প্রবীর সাহা প্রমুখ।
0 comments :
Post a Comment