মিমের আপকামিং সিনেমা ‘ব্ল্যাক’ এরপর মিশন ‘রক’

মিমের আপকামিং সিনেমা ‘ব্ল্যাক’ এরপর মিশন ‘রক’


মিমের আপকামিং সিনেমা ‘ব্ল্যাক’ এরপর মিশন ‘রক’
মিমের আপকামিং সিনেমা ‘ব্ল্যাক’ এরপর মিশন ‘রক’
প্রথমে ছোট পর্দায় নাটক বিজ্ঞাপন দিয়ে সবার মন জয় করেন। এরপর ক্যারিয়ারে খুব অল্প সময়ে  সিনেমা পর্দায় অভিষেক ঘটান তিনি। জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ছবির নায়িকা মিম। এরপর ঢালিউডের কিং খান শাকিব খানের সঙ্গে ক্যারিয়ারে আরেকটি ইনিংস শুরু করেন। সেই কথা খুব পুরনো হলে এখন মিমের নতুন খবর হলো ওপার বাংলার জনপ্রিয় নায়ক সোহমের নায়িকা এখন মিম। দেশের অন্যতম ‍সুন্দরী প্রতিযোগিতা লাক্স চ্যানেল আই সুপারস্টার। ২০০৭ সালে সেরার মুকুট নিজের মাথায় নিয়েছিলেন বিদ্যা সিনহা মিম। এরপর মিমের মিডিয়াতে কেটে গেছে দীর্ঘ আট বছর। এর মধ্যেই নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন গ্ল্যামারগার্ল মিম।
সম্পতি মিম’র আপকামিং সিনেমা ‘ব্ল্যাক’ ছবির দৃশ্যধারণও শেষ হয়েছে। বর্তমানে পুরো টিম নিয়ে থাইল্যান্ডে রয়েছেন তিনি। তবে এখানেই শেষ হয় মিমের সিনে দুনিয়ার যাত্রা। ‘ব্ল্যাক’ সিনেমার কাজ শেষ করেই নতুন সিনেমার মিশনে নামবেন তিনি। মিমের পরের মিশন ‘রক’। খুব শিগগিরি এই সিনেমার কাজ শুরু করবেন মিম। মিমের আপকামিং সিনেমা ‘ব্ল্যাক’ এরপর মিশন ‘রক’
লাক্সসুন্দরী  ছবির শুটিংয়ের পাশাপাশি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন। তবে দূরে থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সবসময়  ছবির খুটিনাটি তথ্য দিয়েছেন  তার ভক্তদের। টিমের সঙ্গে শুটিং করার পাশাপাশি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর ছবিও দিয়েছেন।ঢালিউড ইন্ডাস্ট্রিতে হাটাহাটি পা পা করে নিজের শক্ত অবস্থান বানিয়ে নিতে সক্ষম হয়েছেন মিম। বর্তমানে ইন্ডাস্ট্রিতে সরব মিমের ঝুলিতে রয়েছে বিগ বাজেটের আরো দুটি ছবি রয়েছে।মিমের আপকামিং সিনেমা ‘ব্ল্যাক’ এরপর মিশন ‘রক’মিমের আপকামিং সিনেমা ‘ব্ল্যাক’ এরপর মিশন ‘রক’মিমের আপকামিং সিনেমা ‘ব্ল্যাক’ এরপর মিশন ‘রক’



বাংলাদেশ-কলকাতার যৌথ প্রযোজনার ছবি ‘ব্ল্যাক’-এর শুটিংয়ে অংশ নেওয়ার জন্য ১৮ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় কলকাতায় গিয়েছিলেন মিম। সেখানে দুটি গানের দৃশ্যধারন শেষ হওয়ার পর দেশে ফেরেন। দেশেও কিছু অংশের কাজ করেন। এরপর ছবির শুটিং’র কাজে আবার ‘ব্ল্যাক’ টিমের সঙ্গে থাইল্যান্ডে পাড়ি জমান। কিছুদিনের মধ্যে দেশে ফিরে আসবেন এই অভিনেত্রী।

তিনি ফেসবুকে এও জানিয়েছেন, সোহম যে অসাধারণ অভিনেতা সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। ওর সঙ্গে কাজ করে বেশ ভাল লেগেছে। সবচেয়ে বেশি ভালোলাগা হলো সোহম অনেক মিশুক একজন মানুষ। কলকাতায় গিয়ে আমি একটু নার্ভাস ছিলাম। বিশেষত কাজের ক্ষেত্রে। কারণ সেখানে তো আর কখনও কাজ করা হয়নি। তবে এ নার্ভাসনেস কাটিয়ে ওঠার পেছনে সোহম অনেকাংশে সাহায্য করেছে। ভীষণ মজার সময় পেয়েছি তার কাছ থেকে। আমার সঙ্গে সারাক্ষণ মজার মজার কথা বলতো। আর আমার পেছনে লেগে থাকতো সারাক্ষণ। দুষ্টুমির সঙ্গে নানা রকম খুনসুটি চলত আমাদের মাঝে। আর এমন একজন মানুষের সঙ্গে কাজ করে মনেই হয়নি আমি ঢাকার বাইরে অভিনয় করছি।



কলকাতার পরিচালক রাজা চন্দ ও বাংলাদেশের কিবরিয়া লিপু পরিচালিত ‘ব্ল্যাক’ ছবিটির নাম তিনবার পরিবর্তন করা হলেও ছবিটির গল্পের কথা মাথায় রেখে শেষপর্যন্ত এর নাম এসে দাড়ায় ‘রকেট’এ। মিম’র পরবর্তী ‘রক’ সিনেমার পরিচালক শফিক হাসান। মিম ছাড়া এত আরো অভিনয় করবেন ভারতের কয়েকজন শিল্পী। থাকবেন মৌসুমী হামিদ, ভাবনা, আলীরাজ, দিতি, কাবিলা, শিমুল খান, ডিজে সোহেল প্রমুখ। এগুলো হলো ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘সুইটহার্ট’ ও তানিয়া আহমেদের ‘গুডমর্নিং লন্ডন’। এখন শুধু দেখার পালা ছোট পর্দার মতো মিম কতটুকু বড় পর্দায় দর্শকের মনে অন্য এক রূপে কিভাবে জায়গা করে নিতে পারেন।

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment