মালিকানা বাতিল ১৫ মাস সিমকার্ড ব্যবহার না করলে

এরআগে সিমকার্ড টানা দুই বছর ব্যবহার না করলে সেটির মালিকানা হারাতেন গ্রাহকরা। অব্যবহ্নত অবস্থায় কোনো সিমকার্ড একটানা ১৫ মাস ফেলে রাখলে ওই সিমের মালিকানা বাতিল হবে।বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)'র সর্বশেষ ১৮৯তম কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। বর্তমানে একটি অপারেটর সর্বোচ্চ ১০ কোটি নম্বরের সিমকার্ড বরাদ্দ দিতে পারে। কিন্তু অনেকে একাধিক সিমকার্ড কিনলেও অব্যবহ্নত অবস্থায় রাখে, ফলে ওই সংযোগটি অন্য কাউকে দিতে পারে না মোবাইল অপারেটর। এই অবস্থা দূর করতেই ওই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। বিটিআরসির সর্বশেষ হিসাব অনুসারে দেশে চালু ও সক্রিয় সিমের সংখ্যা প্রায় ১৩ কোটি ৮ লাখ।
0 comments :
Post a Comment