সুগন্ধির বিজ্ঞাপনে মডেল হলেন নায়লা নাঈম
দুই বছর আগে গ্রামীণফোনের বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে অভিষেক হয় নায়লা নাঈমের। এবার আরঅ্যান্ডআর
ভোল্ট ব্র্যান্ডের নতুন একটি সুগন্ধির বিজ্ঞাপনে দেখা যাবে তাকে। গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) বিজ্ঞাপনটির
দৃশ্যধারণ হয় রাজধানীর তেজগাঁওস্থ কোক স্টুডিওতে। এতে তাকে নাচতেও দেখা যাবে। নৃত্য পরিচালনা করেছেন আসাদ খান।
নির্দেশনা দিয়েছেন রম্য খান। তিনি জানান, খুব তাড়াতাড়ি এটি টিভি পর্দায় দেখা যাবে।

0 comments :
Post a Comment