আজিবপুরের মাদক সম্্রাট কুট্টির ব্যবসা চাঙ্গা প্রশাসন নিরব

আজিবপুরের মাদক সম্্রাট কুট্টির ব্যবসা চাঙ্গা
আজিবপুরের মাদক সম্্রাট কুট্টির ব্যবসা চাঙ্গা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জের আজিবপুর রেললাইন এলাকার মাদক সম্্রাট কুট্টি বহাল তবিয়তে মাদক ব্যবসা চালিয়ে যােছ নিজ বাড়ীর আশপাশের বস্তির বাসিন্দাদের দিয়ে মাদক বিক্রি করােছ কুট্টি এলাকার মাদবররা মাদক প্রতিরোধ কমিটি করে গত রমজান মাসে একাধিক মাদক বিক্রেতাদের এলাকা ছাড়া করেছে তাদের প্রতিরোধ অব্যাহত থাকলেও রহস্য জনক কারণে মাদক সম্্রাট কুট্টির বিরুদ্ধে কোন প্রদক্ষেপ গ্রহন করা েছ না বলে ¯’ানীয়দের অভিযোগ

জানা গেছে, আজিবপুর রেললাইন এলাকার কুট্টি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের তালিকাভূক্ত মাদক সম্্রাট সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি সরবরাহ করছে তার বাড়ীর আশপাশের বস্তিবাসিন্দা কমপক্ষে ২০ টি পরিবারকে মাদক ব্যবসায়ী বানিয়েছে কুট্টি ফলে ওই এলাকাটি মাদ পট্টি হিসেবে পরিচিতি লাভ করেছে মাদক পট্টিতে ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট, মদ, গাঁজা হেরোইন বিক্রি করা েছ গত রমজান মাসে বিলুপ্ত সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক সশাসক আবদুল মতিন প্রধানকে প্রধান করে মাদক প্রতিরোধ কমিটি গঠন করে মাদবররা আজিবপুর এলাকার রোকসানা, মাজেদা, তাজলিমাসহ বহু মাদক ব্যবসায়ীকে এলাকা ছাড়া করে মাদবরদের প্রতিরোধ অব্যাহত থাকায় বিতাড়িত মাদক ব্যবসায়ীরা এলাকায় ফিরতে পারছেনা তারা নিজের বাড়ী ঘর ছেড়ে অন্য এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে অথচ একই এলাকার মাদক সম্্রাট কুট্টি বহাল তবিয়তে ব্যবসা চালিয়েছে এলাকার মাদবররা রহস্যজনক কারণে কুট্টির বিরুদ্ধে কোন প্রতিরোধ গড়ে তুলছেনা প্রশাসনিক ভাবেও কুট্টির বিরুদ্ধে আইনগত ব্যাব¯ গ্রহন করা েছনা বলে ¯’ানীয়রা ক্ষোভের সাথে জানায়

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment