বাগানের প্রিয় ফুলের মতো পরিচালক সূরজ এতদিন লুকিয়ে রেখেছিলেন তাঁর ‘প্রেম রতন’ জুটিকে। একটু একটু করে অবশেষে সামনে নিয়ে এলেন সোনম ও সলমন জুটির ‘প্রেম রতন ধন পায়ো’-এর ফাস্টলুক। সূরজ বার্জাতার কথা মতো সম্প্রতি নিজের ট্যুইটার ওয়ালে ছবিটি পোস্ট করেছেন অভিনেত্রী সোনম কাপুর। ছবিটি দেখেই বোঝা যাচ্ছে দাবাং ইমেজ নয়, ‘লার্জার দ্যন লাইফ’ মানে “হাম আপকে হে কন’ বা ‘হাম দিল দে চুকে সনম’-এর পুরনো সেই লাভারবয় আমেজেই সলমন ধরা দেবে পর্দায়। ‘সাওরিয়া’-এর পর আবার একসঙ্গে দেখা যাবে সলমন-সোনমকে। যদিও এই ছবি দেখে অনেকে বলেছেন সলমন-ঐশ্বর্যের ঝলক রয়েছে। তাই এখন এই জুটির সফলতার কথা বলবে সময়। এই নভেম্বরে মুক্তি পেতে চলেছে সূরজ বার্জাত পরিচালিত ‘প্রেম রতন ধন পায়ো’।
VIDEO : UNCUT Prem Ratan Dhan Payo Trailer Launch Salman Khan, Sonam Kapoor Part 2
0 comments :
Post a Comment