নকল আর অশ্লীল বিতর্ক নিয়েই মুক্তি পেলো ‘রান আউট’১৮+ ও ‘আজব প্রেম’ সিনেমা

 নকল আর অশ্লীল বিতর্ক নিয়েই মুক্তি পেলো ‘রান আউট’১৮+ ও ‘আজব প্রেম’ সিনেমা

 নকল আর অশ্লীল বিতর্ক নিয়েই মুক্তি পেলো ‘রান আউট’১৮+ ও ‘আজব প্রেম’ সিনেমা
এ সপ্তাহে দুটি সিনেমা মুক্তি পেয়েছে সিনেমা হলে। এর একটি ‘রান আউট’ অন্যটি ‘আজব প্রেম’। সিনেমা দুটি মুক্তি পাওয়ার আগেই তৈরি হয়েছে বির্তক। ঢালিউড ইন্ডাস্ট্রিতে এখন সুদিন বইছে। বর্তমানে সিনেমা নির্মাণে আগ্রহী হয়েছেন বেশকিছু নতুন পরিচালচালক। তাই প্রতি সপ্তাহে কোনো না কোনো সিনেমা মুক্তি পাচ্ছে হলে। তবে এমন সুদিনে কলঙ্ক এঁকেছে নকল আর অশ্লীল সিনেমা।
 নকল আর অশ্লীল বিতর্ক নিয়েই মুক্তি পেলো ‘রান আউট’১৮+ ও ‘আজব প্রেম’ সিনেমাওয়াজেদ আলী সুমন পরিচালিত সিনেমাটি এরই মধ্যে নকল ও অশ্লীলতার অভিযোগের মুখোমুখি হয়েছে। এমন সমালোচনার মধ্যেই শুক্রবার ৮৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বাপ্পি ও আচল জুটিবদ্ধ ছবি ‘আজব প্রেম’।
এরআগে ২০১৩ সালে ‘জটিল প্রেম’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তার পায় বাপ্পি-আচল জুটি। এরপর বেশ কয়েকটি ব্যবসা সফল সিনেমায় এই জুটিকে দেখা যায়।
এবার ‘আজব প্রেম’ নিয়ে নানা বির্তকে জড়িয়েছেন এই জুটি। অভিযোগ উঠেছে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘আমি শুধু চেয়েছি তোমায়’ শিরোনামের সিনেমা থেকে কিছু দৃশ্য নকল করা হয়েছে। এছাড়াও বাপ্পি-আচল জুটির কিছু অপ্রীতিকর দৃশ্যও রয়েছে ছবিটিতে।

রোমান্টিক ঘরনার ‘আজব প্রেম’ সিনেমায় আরো অভিনয় করেছেন জয়, ওমর সানি, মিশা সওদাগরসহ অনেকে।আজব প্রেম ছবি ছাড়াও পরিচালক তন্ময় তানসেন এর দ্বিতীয় সিনেমা 'রান আউট' মুক্তি পাচ্ছে আজ। ১০০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজল ও মৌসুমী নাগের প্রথম জুটিবদ্ধ সিনেমা ‘রান আউট’।
এ ছবি নিয়েও উঠেছে নানা অভিযোগ। ছবিটির পোস্টার নিয়ে উঠেছে সবচেয়ে বেশি বিতর্ক। এই ছবির পোস্টারে নায়িকার জায়গা হয়নি। হয়েছে আইটেম গার্ল’র জায়গা। কারণ খুব খোলামেলা হয়ে না আসতে পারায় পোস্টারে জায়গা হয়নি তার। এছাড়াও পোস্টারে প্রথমবারের মতো বলা হয়েছে রান আউট সিনেমাটি ১৮ বছরের নিচের কোনো দর্শক দেখতে পারবে না। মানে সিনেমাটি ১৮+।
পোস্টারের বাইরেও যৌনতার ছড়াছড়ি রয়েছে পুরো ছবিজুড়ে।
অনেকে বলছেন, নিছক প্রচারণার জন্য আর দর্শকদের সিনেমা হলে টানতে পরিচালকের এই ভিন্ন কৌশল! অপরাধজগত, সম্পর্ক, ষড়যন্ত্র সব মিলিয়ে এক অন্ধকার জগতের গল্প নিয়ে রান আউট। ছবিটিতে সজল ও মৌসুমী নাগ ছাড়াও রয়েছে তারিক আনাম খান, ওমর সানি, রোমানা স্বর্ণা, মিশা সওদাগর রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। 
 নকল আর অশ্লীল বিতর্ক নিয়েই মুক্তি পেলো ‘রান আউট’১৮+ ও ‘আজব প্রেম’ সিনেমা


রান আউট’ সিনেমার সবচেয়ে মূল আকর্ষণ হলো সিনেমার আইটেম গানে রয়েছেন আলেচিত মডেল নায়লা নাঈম।
সবকিছু মিলিয়ে দর্শক সিনেমা হলে টানতে বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন ছবিগুলোর পরিচালক। তবে এবার দর্শকদের বিচার করার পালা; গল্প, চরিত্র ও কোন জুটিকে তারা সফল করবেন।

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment