সিদ্ধিরগঞ্জ মৌচাক বাস ষ্ট্যান্ড ট্রাক উল্টে চায়ের দোকানে, মহিলা নিহত
সিদ্ধিরগঞ্জে একটি মালবাহী ট্রাক ( যশোহর ট-০১-০৩৫৬) উল্টে চায়ের দোকানে চাপা পড়ে নিহত হয়েছেন ফরিদা বেগম (৩০) নামে এক মহিলা।বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৪টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক বাস ষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। ফরিদা বেগম সড়কের পাশে চায়ের দোকানী করে জিবিকা নির্বাহ করে থাকতেন। পুলিশ ট্রাকটিকে আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ খবরে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ, মহিলালীগসহ অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা থানায় ছুটে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এস আই মাসুদ আলম খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
0 comments :
Post a Comment