বন্দরে নাসিক ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহম্মেদকে কুপিয়ে জখম । মেয়র আইভী কাউন্সিলরকে দেখতে হাসপাতালে ছুটে যান।



বন্দরে নাসিক ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহম্মেদকে কুপিয়ে 

জখম  মেয়র আইভী কাউন্সিলরকে দেখতে হাসপাতালে ছুটে যান


বন্দরে নাসিক ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহম্মেদকে কুপিয়ে জখম । মেয়র আইভী কাউন্সিলরকে দেখতে হাসপাতালে ছুটে যান।
বন্দর প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা সুলতান আহম্মেদকে কুপিয়েছে সন্ত্রাসীরা। শনিবার সন্ধ্যায় বন্দরের জামাইপাড়া এলাকায় তার উপর হামলার ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় কাউন্সিলর সুলতানকে নারায়ণগঞ্জ একশ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী কাউন্সিলর সুলতানকে দেখতে হাসপাতালে ছুটে যান, আহত সুলতান আহম্মেদ বন্দর থানা বিএনপির সদস্য বলে নিশ্চিত করেছেন কমিটির সভাপতি ও বন্দর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান মুকুল। ঘটনার খবর পেয়ে বন্দর থানার ওসি নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও থানা বিএনপির সাধারণ সম্পাদক হান্নান সরকার বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অর্থায়নে বন্দরের জামাইপাড়া এলাকায় রাস্তা ও ডীপ ড্রেন নির্মাণের কাজ চলছিল। সিটি করপোরেশনের কিছু জমি ওই এলাকার হাবিবুর রহমান নামে এক ব্যক্তির দখলে ছিল। ড্রেন ও রাস্তা নির্মাণ কাজ শুরু হবার পর কাউন্সিলর সুলতান ওই জমির দখল ছেড়ে দেবার জন্য হাবিবুর রহমানকে অনুরোধ করে আসছিল। এনিয়ে কাউন্সিলর সুলতান ও হাবিবুর রহমানের মধ্যে বিভেদ তৈরী হয়। এর জের ধরে শনিবার সন্ধ্যায় কাউন্সিলর সুলতান জামাইপাড়া এলাকায় কাজ পরিদর্শনে গেলে অর্তকিতে সিরাজুল, সাকিবুল, পোকড়া ফরিদ, রাজিব ও সজিব তার উপর হামলা চালায়। হামলাকারী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সুলতানকে গুরুতর আহত করে। কাউন্সিলরের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
7হামলাকারীদের মধ্যে পোকড়া ফরিদ ইঞ্জিনিয়ার আশরাফুল হক আশা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। কিছু দিন পূর্বে সে জামিনে মুক্ত হয়ে আসে। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ জহিরুল ইসলাম বলেন, কাউন্সিলর সুলতান আহম্মেদের মাথায় ১০টি সেলাই দেওয়া হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত। খবর পেয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী কাউন্সিলর সুলতানকে দেখতে হাসপাতালে ছুটে যান। তিনি চিকিৎসকদের সঙ্গে কাউন্সিলর সুলতানের অবস্থা নিয়ে কথা বলেন এবং সুচিকিৎসা নিশ্চিত করার আহবান জানান। বন্দর থানার ওসি নজরুল ইসলাম বলেন, সিটি করপোরেশনের ড্রেন নির্মাণ নিয়ে স্থানীয় হাবিবুর রহমানের সঙ্গে কাউন্সিলর সুলতানের বিরোধ তৈরী হয়। এনিয়েই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে। পুলিশ হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা করেছে।

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment