বন্দরে নাসিক ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহম্মেদকে কুপিয়ে
জখম । মেয়র আইভী কাউন্সিলরকে দেখতে হাসপাতালে ছুটে যান।
বন্দর প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা সুলতান আহম্মেদকে কুপিয়েছে সন্ত্রাসীরা। শনিবার সন্ধ্যায় বন্দরের জামাইপাড়া এলাকায় তার উপর হামলার ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় কাউন্সিলর সুলতানকে নারায়ণগঞ্জ একশ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী কাউন্সিলর সুলতানকে দেখতে হাসপাতালে ছুটে যান, আহত সুলতান আহম্মেদ বন্দর থানা বিএনপির সদস্য বলে নিশ্চিত করেছেন কমিটির সভাপতি ও বন্দর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান মুকুল। ঘটনার খবর পেয়ে বন্দর থানার ওসি নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও থানা বিএনপির সাধারণ সম্পাদক হান্নান সরকার বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অর্থায়নে বন্দরের জামাইপাড়া এলাকায় রাস্তা ও ডীপ ড্রেন নির্মাণের কাজ চলছিল। সিটি করপোরেশনের কিছু জমি ওই এলাকার হাবিবুর রহমান নামে এক ব্যক্তির দখলে ছিল। ড্রেন ও রাস্তা নির্মাণ কাজ শুরু হবার পর কাউন্সিলর সুলতান ওই জমির দখল ছেড়ে দেবার জন্য হাবিবুর রহমানকে অনুরোধ করে আসছিল। এনিয়ে কাউন্সিলর সুলতান ও হাবিবুর রহমানের মধ্যে বিভেদ তৈরী হয়। এর জের ধরে শনিবার সন্ধ্যায় কাউন্সিলর সুলতান জামাইপাড়া এলাকায় কাজ পরিদর্শনে গেলে অর্তকিতে সিরাজুল, সাকিবুল, পোকড়া ফরিদ, রাজিব ও সজিব তার উপর হামলা চালায়। হামলাকারী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সুলতানকে গুরুতর আহত করে। কাউন্সিলরের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

0 comments :
Post a Comment