আলোচিত মডেল-অভিনেত্রী পিয়া বিপাশা অভিনীত ও সায়েম জাফর ইমামী পরিচালিত 'রুদ্র দ্য গ্যাং স্টার' এর শুটিং সম্প্রতি শেষ হয়েছে। সব কিছু ঠিক থাকলে আসছে নতুন বছরের শুরুর দিকেই ছবিটি মুক্তি দেয়া হবে। সম্প্রতি আইটেম গানের মধ্যে দিয়ে শেষ হয় ছবিটির শুটিং। এ প্রসঙ্গে পিয়া বিপাশা বললেন, খুব ভালো লাগছে জেনে যে ছবিটির শুটিং শেষ হয়ে গেছে জেনে। ছবিটির কাহিনীতে বেশ ভিন্নতা রয়েছে। আশা করছি ছবিটি দর্শকদের কাছে ভালো লাগবে। পারপেল রেইন ফিল্মস প্রযোজিত এই ছবিটিতে পিয়া বিপাশার বিপরীতে রয়েছেন নতুন নায়ক এবিএম সুমন। জানা গেছে ছবিটির কাহিনী অনেকটা এরকম-রুদ্র নামের একটি ছেলে রকস্টার হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু পরিস্থিতি তাকে টেনে নিয়ে যায় ভিন্ন পথে। আর এই রক স্টারের গ্যাংস্টার হয়ে ওঠার কাহিনী নিয়েই নির্মিত হয়েছে ছবিটি। পিয়া বিপাশা ও এবিএম সুমন ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন আহমেদ শরীফ, আলেকজান্ডার বো, ডন, শতাব্দী ওয়াদুদ, সিরাজ হায়দার, সুব্রত, ববিসহ অনেকে।
-
Blogger Comment
-
Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)


0 comments :
Post a Comment