‘জঙ্গি’ হামলায় বনানী থানার ওসি সালাহউদ্দিন নিহত
বনানী থানার ওসি সালাহউদ্দিন আহমেদ ‘জঙ্গি’ হামলায় মারা গেছেন। তার ভাগ্নে মিশু হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। গুলশানে হামলার খবর শুনে তিনি ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন। তিনি ঘটনাস্থলে কি হচ্ছে তা জানার জন্য কাছে গেলে হামলার শিকার হন। সেখান থেকে রক্তাক্ত অবস্থায় তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তৃব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ হাসপাতালে রাখা হয়েছে। সেখানে ভিড় করেছেন স্বজনরা। আহত আরও কয়েকজনকে এ হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলায় গণমাধ্যম কর্মীদের সেখানে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

0 comments :
Post a Comment