নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥
বৃহষ্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্টে মোশারফ হোসেন(৩৮) নামে এক নিমার্ণ শ্রমিকের মৃত্যু হয়েছে ও একজন আহত হয়েছে। সকালে উপজেলার চাতলপাড় বড় বাজার সংলগ্ন জাহাঙ্গীর মিয়ার বাড়িতে এ দূর্ঘটনা ঘটে। নিহত মোশারফ হোসেন উপজেলার চাতলপাড় ইউনিয়নের বাঘাইয়া নয়াহাটির মৃত আকবর আলীর ছেলে। আহত মাসুদ মিয়া একই গ্রামের মৃত তোরাব আলীর ছেলে। স্থানীয়রা জানায়, মোশারফ হোসেনসহ আরও কয়েক শ্রমিক বেশ কয়েকদিন ধরে চাতলপাড় বড় বাজারের পাশে জাহাঙ্গীর মিয়ার বাসায় ছাদের রড বাধাঁর কাজ করছিলেন। সকালে সে কাজ করার সময় রড় বিদ্যুতের তারে লেগে মোশারফ হোসেন বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হয়  মাসুদ মিয়া(৩৪) নামে অপর শ্রমিক। আশংকাজনক অবস্থায় মাসুদ মিয়াকে বাজিতপুর উপজেলার ভাগলপুর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চাতলপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আবদুল আহাদ।

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment