ডেস্ক রিপোর্ট : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ঢাকার গুলশানের রেস্টুরেন্টে হামলা সম্পর্কে অবহিত করা হয়েছে এবং তিনি হামলার বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন। হোয়াইট হাউজের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সং¯’া রয়টার্স।
শুক্রবার দিনগত রাতে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়, প্রেসিডেন্ট বারাক ওবামাকে বাংলাদেশের রাজধানী ঢাকায় হামলার বিষয়টি অবহিত করা হয়েছে। হোয়াইট হাউজ কর্মকর্তা বলেন, পরি¯ি’তির উন্নতি সম্পর্কে জানতে চেয়েছেন প্রেসিডেন্ট।
এর আগে মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র বলেছেন, ঢাকার গুলশানে একটি রেস্তোরাঁয় বন্দুকধারীদের হামলার ঘটনায় কারা জড়িত তা এখনো জানা যায়নি। কী উদ্দেশে তারা এই ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কেও এখন পর্যন্ত কোনও তথ্য মেলেনি।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জিম্মি পরি¯ি’তিকে এখনও পরিবর্তনশীল বলে উল্লেখ করেছেন।
এদিকে ঢাকায় মার্কিন দূতাবাস থেকে তাদের সব কর্মীদের নিরাপদে থাকতে বলা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সবাইকে নিরাপদ অব¯’ানে থাকার এবং এ সংক্রান্ত খবর পর্যবেক্ষণের আহ্বান জানানো হয়।
শুক্রবার রাত সোয়া ৯টার দিকে রাজধানীর গুলশান-২-এর ৭৯ নম্বর সড়কের একটি রেস্টুরেন্টে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটে। রেস্টুরেন্টটি লেকভিউ ক্লিনিক ও নর্ডিক ক্লাবের কাছে অব¯ি’ত। এ ঘটনায় ডিবির এসি রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাহউদ্দিন নিহত হয়েছেন। এছাড়া পুলিশ অর্ধশত আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মার“ফ হাসান, এডিসি আহাদুল ইসলাম, পুলিশ কনস্টেবল প্রদীপ (২৮), পুলিশ কনস্টেবল আলমগীর (২৬) ও মাইক্রোবাস চালক আব্দুর রাজ্জাক (৩০)। এ সময় হোটেলের ভেতরে ৪ জন জাপানি নাগরিকসহ প্রায় ২০ জিম্মি হয়ে পড়েছেন। একই ভবনে ও কিচেন নামে আরেকটি রেস্টুরেন্ট আরও ৫জনকে জিম্মি করা হয়েছে বলে জানিয়েছেন আইজিপি। সাইট ইন্টেলিজেন্স জানিয়েছে, হামলার দায় স্বীকার করেছে আইএস। সূত্র: রয়টার্স, বাংলাট্রিবিউন
-
Blogger Comment
-
Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments :
Post a Comment