গুলশানে যৌথ বাহিনীর অভিযান শুরু, উদ্ধার ২

 গুলশানের হলি আর্টিসান বেকারিতে অভিযান শুর“ করেছে যৌথ বাহিনী। শুক্রবার দিবাগত রাত আড়াইটার পর শুর“ হওয়া এ অভিযানে সেনাবাহিনীর ইউনিট, নেভির ৩০ সদস্যের কমান্ডো টিম, সিআইডির ক্রাইম সিনের আট সদস্যের টিম, সোয়াট, র‌্যাব ও পুলিশ সদস্যর‍া অংশ নি”েছ।এরই মধ্যে স্প্যানিশ নাগরিক শেফ ডিয়াগো ও বাংলাদেশি ইলেকট্রিশিয়ান বেলাল হোসেনকে অক্ষত অব¯’ায় উদ্ধার করেছে সোয়াট টিম।
এছাড়া, ভারতের এনডিটিভিতে ২ জন বিদেশী কুটনৈতিক নিহত হওয়ার সংবাদ প্রচার করছে।

এ সময় হোটেলের ভেতরে ৪ জন জাপানি নাগরিকসহ প্রায় ২০ জিম্মি হয়ে পড়েছেন। একই ভবনে ও কিচেন নামে আরেকটি রেস্টুরেন্ট আরও ৫জনকে জিম্মি করা হয়েছে বলে জানিয়েছেন আইজিপি। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনার সূত্রপাত ঘটে।
আইজিপির প্রটোকলে থাকা এএসআই ইসমাইল জানান, রাত সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে বনানী থানার ওসি সালাহউদ্দিন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অব¯’ায় মারা যান। তার লাশ ইউনাইটেড হাসপাতালের জর“রি বিভাগের পাশে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। হাসপাতালটিকে পুলিশ ঘেরাও করে রেখেছে। আইজিপি হাসপাতালের ভেতরেই আছেন।
এনএসআইয়ের এক কর্মকর্তা জানান, রাত বারোটার পর ইউনাইটেড হাসপাতারে চিকিৎসাধীন অব¯’ায় ডিবির এসি রবিউল ইসলাম মারা যান।
আব্দুর রাজ্জাক গলায় ও শরীরের অন্যান্য ¯’ানে, প্রদীপের বাম গাল ও ডান পায়ে, আলমগীরের ডান পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের ইউনাইটেড হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা হোটেল ঘিরে রেখেছি। সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
রেস্টুরেন্ট ও কিচেনের সুপারভাইজার সুমন রেজা বলেন, আল্লাহু আকবর ধ্বনি দিয়ে তিন চার জনের একটি দল রেস্টুরেন্টে ঢুকে সবাইকে জিম্মি করার চেষ্টা করে। তখন রেস্টুরেন্টের ভেতরে সবাই দৌড়াদৌড়ি শুর“ করে। এ সময় সন্ত্রাসীরা গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। আমি রেস্টুরেন্টের কিচেনের ছাদ দিয়ে পালিয়ে আসি। তখনও ভেতরে স্টাফসহ ২২ জন জিম্মি অব¯’ায় ছিলেন।
আহত পুলিশ কনস্টেবল প্রদীপ জানান, একজন ব্যক্তিকে রেস্টুরেন্টের সামনে গুলি করে কেউ ফেরে রেখেছে বা গুলি করতেছে, এমন সংবাদের ভিত্তিতে আমরা তাকে রক্ষা করার জন্য সেখানে যাই। ঠিক ওই এলোপাতাড়ি গুলি এসে আমাদের গায়ে লাগে।

তবে, এ ঘটনার কারণ ও রেস্টুরেন্টের ভেতরের পরি¯ি’তি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। র‌্যাব-পুলিশ-বিজিবি ওই এলাকা ঘেরাও করে রেখেছে। ঘটনা¯’লে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা হাজির হয়েছেন। রেস্টুরেন্টের ভেতর আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানের জন্য প্রস্তুতি চলছে।
ঘটনার প্রতক্ষ্যদর্শীরা জানান, কিছুক্ষণ পরপরই রেস্টুরেন্টের মধ্য থেকে গুলি ও গ্রেনেডের শব্দ পাওয়া যা”েছ। নিরাপত্তার কারণে পুরো এলাকার সড়কের গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের আইজি একে এম শহিদুল ইসলাম, র‌্যাবের ডিজি বেনজির আহমেদসহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনা¯’লে রয়েছেন। এছাড়া পুলিশের বিশেষ টিম সোয়াত ঘটনা¯’লে পৌঁছেছে।
এদিকে র‌্যাবের ডিজি বেনজির আহমেদ জানান, জিম্মি অব¯’া অবসানের জন্য সর্বাত্মকে চেষ্টা চালানো হ”েছ।
 ঘটনায় পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিয়ন্ত্রিত করা হয়েছে যান চলাচল।
-রসধমবতবে এখন পর্যন্ত পুলিশ রেস্টুরেন্টটিতে প্রবেশ করতে পারেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যরা ভেতরে অভিযান চালানোর প্র¯‘তি নি”েছন।

গুলশান থানা উপ পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম জানান, যেখান থেকে গুলি চালানো হয়েছে ওই রেস্টুরেন্টটি পুলিশ ঘিরে রেখেছে। র‌্যাব এবং পুলিশের সদস্যরা ¯œাইপার রাইফেল নিয়ে ঘটনা¯’লের আশেপাশে অব¯’ান নিয়েছেন।
নৌবাহিনীর কমান্ডো ইউনিটও ঘটনা¯’লে উপ¯ি’ত হয়েছে।
এর আগে, রাজধানীর গুলশান-২-এর ৭৯ নম্বর সড়কের একটি রেস্টুরেন্টে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। গুলশান ২ নম্বরের কাছে হলি আর্টিজান বেকারির ভেতরে গোলাগুলি শুর“ হয়। রেস্টুরেন্টটি লেকভিউ ক্লিনিক ও নর্ডিক ক্লাবের কাছে অব¯ি’ত।  এ ঘটনায় ডিবির এসি রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাহউদ্দিন নিহত হয়েছেন।এছাড়া পুলিশ অর্ধশত আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন এডিসি আহাদুল ইসলাম, পুলিশ কনস্টেবল প্রদীপ (২৮), পুলিশ কনস্টেবল আলমগীর (২৬) ও  মাইক্রোবাস চালক আব্দুর রাজ্জাক (৩০)।

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment