গুলশান ঘটনায় উদ্বিগ্ন বিএনপি, খালেদার নিরাপত্তা জোরদারের দাবি

ডেস্ক রিপোর্ট : গুলশানের রেষ্টুরেন্টে সহিংস পরি¯ি’তিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই সঙ্গে গুলশানবাসী এবং ওই এলাকার বাসিন্দা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
শুক্রবার মধ্যরাতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট র“হুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে দাবি করা হয়, বিএনপি সবসময় বলে এসেছে- দেশ একটি গভীর সঙ্কটকাল অতিক্রম করছে। আজকে সন্ধ্যার ঘটনা সেই গভীর সঙ্কটেরই বহিঃপ্রকাশ। এই পরি¯ি’তি মোকাবেলা করার জন্য দলমত নির্বিশেষে সকলকে নিয়ে উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারের প্রতি বিএনপি আহ্বান জানা”েছ।

যেসব বিদেশিদের জিম্মি করা হয়েছে তাদেরকে নিরাপদে মুক্ত করার জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করবেন বলে বিএনপি আশা রাখে। সেই সঙ্গে ওই এলাকায় বসবাসরত বিদেশি কূটনীতিকদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দ্র“ত সময়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। আইন শৃঙ্খলা বাহিনী সাহস ও দৃঢ় প্রত্যয় সহকারে পরি¯ি’তি মোকাবেলা করতে সক্ষম হবে বলেও বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে।

বিএনপি আরো দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, এই সহিংস ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের দ্র“ত সময়ের মধ্যে আটক করতে আইন প্রয়োগকারী সং¯’া সক্ষম হবে। বাংলামেইল

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment