এমপি শামীম ওসমান ৭ খুনের সন্ত্রাসীদের পক্ষ নিয়ে, বিশ্বস্ত কর্মী যুবলীগ নেতা তোফায়েলকে দেখতে যায়নি । পাশে সাবেক সাংসদ কায়সার হাসনাত ।
নারায়ণগঞ্জের সাবেক সাংসদ কায়সার হাসনাত বুধবার রাত ৯ টার দিকে আহত যুবলীগ নেতা তোফায়েলকে দেখতে ঢাকা মেডিকেল হাসপালে যান। তিনি আহতদের সার্বিক খোঁজ খবর নেন। আহতদের স্বজনদের কাছে পুরো বিষয়টি শোনেন।এ সময় সাবেক সাংসদ কায়সার হাসনাত বলেন, শামীম ভাইয়ের বিশ্বস্ত কর্মীর সাথে এমন নির্মমতা মধ্য যুগীয় বর্বরতাকে হার মানায়। দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি কামনা করি। এভাবে নির্যাতন চললে বাংলাদেশ আওয়ামীলীগ তথা সাংসদ শামীম ভাই কর্মী শূন্য হয়ে পড়বে। আমি তোফায়েলকে ব্যাক্তিগতভাবে চিনি। তার সাথে আমার খুব ভাল সম্পর্ক রয়েছে। আমি তার আশু সুস্থতা কামনা করি। থানা সূত্রে জানা গেছে, হামলার ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। আহত তোফায়েলের বোন মেরিনা আক্তার বাদি হয়ে ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অপরদিকে ২৭ জনের বিরুদ্ধে কাউন্সিলর বাদলে মা মামলা দায়ের করা হয়েছে। মেরিনা আক্তারের মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আজহার জানান, মামলায় রুস্তমের আলীর ছেলে লিটন ও জুলহাসের ছেলে আকাশকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে। অভিযোগ রয়েছে থানার ওসি ও দারোগা আজহার সন্ত্রাসী বাদলের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে কোন আসামীকে গ্রেফতার করছেনা । যদিও আসামীরা এলাকায় প্রকাশ্য ঘুওে বেড়াচ্ছে পুলিশের সাথে । এদিকে বাদলের উপর হামলার অভিযোগ দাতা বালতি সেলিমখান বর্তমানে পলাতক রয়েছে। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনার পর দিন তোফায়েলের ওপর হামলার প্রতিবাদের ৩ নং ওয়ার্ডবাসী প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায়। পরে বিক্ষুব্ধ জনতা মিছিল করতে করতে সাংসদ শামীম ওসমানের সাথে সাক্ষাত করে। সাংসদ শামীম ওসমান আহতের প্রতিবাদকারীদের লক্ষ্য করে বলেন, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে সঠিক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি কাউন্সিলর বাদলের এ অপকর্মের তীব্র নিন্দা জানান। 

প্রসঙ্গত, গত সোমবার রাত ৮ ঘটিকায় কাউন্সিলর বাদলের বাড়ির সামনে রক্তক্ষয়ী সংঘর্ষে তোফায়েল ও শিব্বির আহত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি হয়। সিদ্ধিরগঞ্জের পরিস্থিতি অস্থিতিশীল করতে নুর হোসেনের ঘনিষ্টভাজন মজিবুর রহমান, ইয়াসিন মিয়া, আরিফুল হক হাছান ও বাদল বিভিন্ন অজুহাতে গোপনে বৈঠক করে। লক্ষ্য হিসেবে সচেতন মহল মনে করে অধিপত্য বিস্তার ও অবৈধ অর্থের রাজত্ব কায়েম। জুয়া খেলার বিষয়কে কেন্দ্র করে ছাত্রলীগের সাথে স্থানীয় বখাটেদের হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার পর বাদলের বাড়ির সামনে তোফায়েল আসলে বাদলের সন্ত্রাসী বাহিনীর হামলায় তোফায়েল আহত হয়। কাউন্সির হাছান বাহিনীও হামলায় জড়িত ছিল। মারাত্মক আঘাতপ্রাপ্ত অবস্থায় তোফায়েলকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হয়। ঘটনার পর মহাসড়ক অবরোধ করা হয় দীর্ঘ ২০ মিনিট। পরে জেলা পুলিশের সহযোগীতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এদিকে সানারপাড়, নিমাইকাশারী, বাঘমারা ও মাদানীনগর এলাকাবাসী সুএে জানাযায়, ৭ খুনের আসামী থানা আওয়ামীলীগ নেতা হাজী ইয়াসিন, মজিবর রহমান ও সন্ত্রাসী বাদলকে এলাকায় প্রবেশ নিষিদ্ধ করা হতে পারে , তোফায়েল সুস্থ হয়ে ফিরে আসলে ।

0 comments :
Post a Comment