নারায়ণগঞ্জ বিএনপির কমিটি শীঘ্রই ঘোষনা : জেলায় গিয়াসউদ্দিন মহানগরে আবুল কালাম

নারায়ণগঞ্জ বিএনপির কমিটি শীঘ্রই ঘোষনা : জেলায় গিয়াসউদ্দিন মহানগরে আবুল কালাম


নারায়ণগঞ্জ বিএনপির কমিটি শীঘ্রই ঘোষনা : জেলায় গিয়াসউদ্দিন মহানগরে আবুল কালাম
স্টাফ রিপোর্টার : রাজনৈতিক অঙ্গনে সব সময়েই নারায়ণগঞ্জ গুরুত্বপূর্ণ একটি জেলা। রাজধানীর নিকটবর্তী হওয়ায় রাজনীতির সূতিকাগার হিসেবেও নারায়ণগঞ্জের পরিচিতি রয়েছে। ফলে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামীলীগ ও বিএনপি সব সময়ই চায় এখানে নিজ দলের সাংগঠনিক ভীত মজবুত রাখতে। আর এ জন্যই নেতা নির্বাচনে তাদের হিমশিম খেতে হয়। করতে হয় নানা হিসেব-নিকেষ। যার কারণে আভ্যন্তরীন কোন্দল মাথাচাড়া দিয়ে উঠার আশংকায় গত ১৯ বছরেও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মেলন করা সম্ভব হয়নি। ১৩ বছর আগে করা আহবায়ক কমিটির অস্তিত্ব তেমন একটা নেই বললেই চলে। কারণ আহবায়ক এস এম আকরামের পদত্যাগ ও যুগ্ন আহবায়ক মফিজুল ইসলামের মৃত্যু দলের সাংগঠনিক নেতৃত্ব শূণ্য করেছে। অন্যদিকে বিএনপিতেও লেজে-গোবরে অবস্থা। যার কারণে সরকার বিরোধী আন্দোলনে আলোচনা করার মত কোন ভুমিকাই রাখতে পারেনি নারায়ণগঞ্জের বিএনপি। সাংগঠনিক নেতৃত্ব দুর্বল এবং নেতাদের আভ্যন্তরীন কোন্দলে তৃণমূলকে মাশুল দিতে হয়েছে। যার প্রভাব পড়েছে কেন্দ্রের ডাকা আন্দোলনে। ফলে এবার দলকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বিএনপির। সাংগঠনিক দক্ষতা, জনপ্রিয়তা ও তৃণমূলের কাছে গ্রহনযোগ্য ব্যক্তিকে নেতা নির্বাচিত করতে শুরু হয় চুলচেরা বিশ্লেষন। গুরুত্বপূর্ণ সাংগঠনিক জেলা কমিটির ভাগ্য নির্ধারনে সুুদুর লন্ডনে বসেছে দলের নীতি নির্ধারকরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ওই কমিটির মূল কেন্দ্র বিন্দুতে রয়েছে। সিদ্ধান্ত দেয়ার মধ্যে বেগম খালেদা জিয়া ৪০ ভাগ মতামত দিলেও ৬০ ভাগই নির্ভর করছে তারেক রহমানের উপর। কারণ সাম্প্রতিক সময়ে সরকার বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়া সারাদেশে বিএনপির সাংগঠনিক তৎপরতা পর্যবেক্ষন করতে না পারলেও লন্ডনে বসে বিভিন্ন গণমাধ্যম ও নিজস্ব গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে খোঁজ খবর নিয়েছেন তারেক রহমান। তার কাছে পুরো চিত্র পরিস্কার। কোন জেলায় কারা কীভাবে দলের জন্য কাজ করেছে। সরকার বিরোধী আন্দোলনে কার কেমন ভুমিকা ছিল। তাই কমিটি গঠনের তারেক রহমানের ইচ্ছা ও পরামর্শ বেশি প্রাধান্য পাচ্ছে বলে সুত্র জানায়।
সুত্র আরো জানায়, সার্বিক দিক মাথায় রেখে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও মহানগর বিএনপিতে প্রবীন ও নবীনের সমন্বয় ঘটিয়ে খসড়া কমিটি করা হয়েছে। ওই খসড়া কমিটিতে সর্ব বিবেচনায় জেলা বিএনপির সভাপতি হিসেবে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি এবং জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ মুহাম্মদ গিয়াস উদ্দিন এবং মহানগর বিএনপির সভাপতি হিসেবে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমটি অ্যাডভোকেট আবুল কালামের অন্তভুক্ত করা হয়েছে। অল্প সময়ের মধ্যে কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদ পুরন করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটির ঘোষনা করা হবে বলে সুত্র জানায়। এছাড়া জেলা ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে ৪ জনের নাম খসড়া আলোচনায় রয়েছে। এরমধ্য থেকে ২জনকে সাধারণ সম্পাদক করে বাকী দুইজনকে কমিটির গুরুত্বপূর্ণ পদে রাখা হবে ।

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment