সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ॥
সিদ্ধিরগঞ্জে জালকুড়ি এলাকায় মালবোঝাই ট্রাক নির্মাণাধীন ড্রেনে পড়ে রডবিদ্ধ হয়েছে চালক আনিস। গুরুতর আহত অবস্থায় চালক আনিস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার ভোররাত সাড়ে ৪ টায় জালকুড়ি তালতলা কালবার্ড এলাকায়। নাসিক কর্তৃক নির্মিত রাস্তার এক পাশে ড্রেন এবং অপর পার্শে পাথর রাখার কারণে রাস্তটি সংর্কীণ হওয়ায় এ দূর্ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানায়।
জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ড এলাকা সিদ্ধিরগঞ্জের জালকুড়ি। নাসিক কর্তৃক ২নং ঢাকেশ্বরী-জালকুড়ি তালতলা সড়কে ড্রেন নির্মাণ ও রাস্তা উন্নয়নের কাছ চলছে। ড্রেন নির্মাণের জন্য রাস্তার পার্শে বক্স কেটে ড্রেনের রড় বিছিয়ে ঢালাইয়ের জন্য অপেক্ষা করছিল। অরপদিকে রাস্তার উপর ড্রেনের ঢালাই কাজের জন্য পাথর রয়েছে। রাতে আলী আহাম্মদ রি-রোলিং মিলে স্ক্র্যাপ নিয়ে যাওয়ার সময় স্ক্র্যাপ বোঝাই ট্রাকটি তালতলা কালভার্ট এলাকায় পৌছলে অসাবধানতা বশতঃ ড্রেনের পার্শের মাটি ধসে গিয়ে ট্রাকটি ড্রেনে পড়ে উল্টে যায়। এসময় ট্রাকের চালক শেখ আনিস (৩৫) রডবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়। স্থানীয় এলাকাবাসী আহত অবস্থায় আনিসকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। তার পিতার নাম হারুন উর রশিদ। বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা থানার কুসুমপুর গ্রামে। স্থানীয় আবুল কাশেম মাষ্টার ক্ষোভের সাথে জানায়, ঠিকাদারের গাফলতিতেই এ ধরনের দূর্ঘটনা ঘটেছে। রাস্তার পার্শে ‘কাজ চলিতেছে’ এমন লেখা একটি সাইনবোর্ড লাগিয়ে কাজ করলে এ ধরনের দূর্ঘটনা এড়ানো যেত। এসময় অন্যান্য এলাকাবাসী জানায়, ড্রেনের কাজ করলেও তদারকীর জন্য কোন প্রকৌশলী না থাকায় কাজের সময় কোন নিয়মত মানছে না ঠিকাদাররা। এ কারণে দূর্ঘটনা ঘটেছে। কাজের সময় সতকর্তা অবলম্বনের পাশাপাশি এ ধরনের যে কোন দূর্ঘটনা না ঘটে সেদিকে খেয়ার রাখার দায়িত্ব ঠিকাদারের। আর এটি নিশ্চিত করবে নাসিকের প্রকৌশলী। প্রকৌশলীরা ঠিকাদারের কাছ থেকে নির্ধারিত ফি নিয়ে কাজের নির্দেশ দিয়ে দেয়। এরফলে কাজের মান ঠিকা থাকে না পাশাপাশি ঠিকাদার কাজে ফাঁকি দেয়ার সুযোগ পায়। এলাকাবাসী এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে।


0 comments :
Post a Comment