লিপি ওসমান মহিলা সংস্থার চেয়ারম্যান মনোনীত


লিপি ওসমান মহিলা সংস্থার চেয়ারম্যান মনোনীত

লিপি ওসমান মহিলা সংস্থার চেয়ারম্যান মনোনীত নারী ও শিশুর ভাগ্য উন্নয়ণের লক্ষ্যে জাতীয় মহিলা সংস্থার জেলা কমিটি’র চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্যের স্ত্রী সালমা ওসমান লিপি।
গত বুধবার (৪ নভেম্বর) রাষ্টপতির আদেশক্রমে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় শাখার সহকারী সচিব দিলীপ কুমার দেবনাথ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য পাওয়া যায়।
৫ সদস্যের এ কমিটিতে সালমা ওসমান লিপি ছাড়াও সদস্য হিসেবে আছেন প্রফেসর ড. শিরিন বেগম, ইসরাত জাহান খান স্মৃতি, কামরুন্নেসা মিতালী ও মাহামুদা রহমান ডালিয়া।
প্রজ্ঞাপনে উল্লেখ্য, জাতীয় মহিলা সংস্থা আইন ১৯৯১ সালের ৯ নং আইন এর ১০ এর ১ ধারায় জেলা প্রশাসক আনিছুর রহমানের সুপারিশের ভিত্তিতে উক্ত ব্যক্তিদের জাতীয় মহিলা সংস্থার নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য হিসেবে ২ বছরের জন্য মনোনীত করা হয়।
তবে শর্ত হলো সরকার উক্ত মেয়াদের মেষ হওয়ার পূর্বে কোন কারণ না দর্শিয়ে তাঁদের পদ থেকে অপসরণ করতে পারবে এবং তাঁরাও সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে যে কোন সময় স্বীয় পদ ত্যাগ করতে পারবে না।

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment