আ’লীগ নেতা তোফায়েলের সুস্থ্যতায় এলাকার সকল মসজিদে দোয়া কামনা

আ’লীগ নেতা তোফায়েলের সুস্থ্যতায় এলাকার সকল মসজিদে  দোয়া কামনা

আ’লীগ নেতা তোফায়েলের সুস্থ্যতায় এলাকার সকল মসজিদে  দোয়া কামনা
সিদ্ধিরগঞ্জে ৩নং ওয়ার্ড কাউন্সিলর সন্ত্রাসী বাদল বাহিনীর হামলায় গুরতর আহত আওয়ামীলীগ নেতা তোফায়েল হোসেনের সুস্থ্যতা কামনায় এলাকার সকল মসজিদে মসজিদে দোয়া করেছেন এলাকাবাসী।
শুক্রবার বাদ জুম্মা  নাসিক ৩নং  ওয়ার্ডে কেন্দ্রীয় জামে মসজিদ, দক্ষিণ সানারপাড় জামে মসজিদ, দোলেশ্বর, নিমাইকাশারী, বাঘমারা, মাদানীনগর জামে মসজিদসহ ২৬টি মসজিদে এ দোয়া করা হয়। ১১ দনি পর   চকিৎিসা শষেে বৃহস্পতবিার দুপুরে ১২ টায় এলাকায় ফরিে আসনে তোফায়লে।
এসময় বিভিন্ন মসজিদে উপস্থিত ছিলেন, মিছির আলী চেয়ারম্যান, মালেক হাজী,এডঃ মতিন, এডঃ বাহাদুর, সামসুল আলম, মোতালেব মাতবর, মালু ব্যাপারী, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক মুকবুল হোসেন, যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, সেলিম মিয়া, ইদ্্িরস, আকাশ, জামাই মনির, নজরুলসহ  প্রমুখ।
আ’লীগ নেতা তোফায়েলের সুস্থ্যতায় এলাকার সকল মসজিদে  দোয়া কামনা
 অভিযোগ রয়েছে, সন্ত্রাসী বাদল বাহিনী তোফায়েলের উপর বর্বর হামলার প্রতিবাদে এলাকাবাসী  সন্ত্রাসী বাদলের ফাঁসি ও ও তার বাহনিীকে গ্রফেতার করে দৃষ্টান্ত মুলুক শাস্তরি দাবি জানয়িে পোষ্টার ও ব্যানার লাগয়িছেে । কিন্তুু বাদল বাহিনী রাতের আদারে তোফায়েলের পোষ্টার, ব্যানার, ফ্যাষ্টুন ছিড়ে ফেলছে, থানা আওয়ামীলীগ নেতা ৭ খুনের আসামী হাজী ইয়াসিনের মদদে এবং তিনি তোফায়েলের কোন পোষ্টার না লাগাতে হুমকি দিচ্ছেন বলে জানাযায়। বিষয়টি থানা আওয়ামীলীগের সভাপতিকে জানালে, তিনি ক্ষুব্দ প্রতিক্রিয়া জানান এবং এলাকাবাসী ইয়াসিনের নোংরা রাজনীতিতে বিক্ষুব্দ হয়ে উঠছেন । উল্লখ্যে,সন্ত্রসী বাদল বাহনিী এলাকায় আধপিত্য বস্তিারকে কন্দ্রে করে র্পূব পরকিল্পনা মত,ে গত মাসরে ২৬ তারখি রাত ৯ টায় বাদল বাহনিী তার বাড়ীর সামনে আওয়ামীলীগ নতো তোফায়লে হোসনে, বঙ্গবন্ধু জাতীয় যুব পরষিদরে থানা সভাপতি শব্বিরি অঅহম্মদে, মহউিদ্দনিসহ ছাত্রলীঘ র্কমী সুজন মাহম্মুদকে কুপয়িে হত্যার চষ্টো করা হয় । এ সংর্ঘষে তোফায়লে ও শব্বিরি অঅহম্মদেসহ উভয় পক্ষরে কমপক্ষে ১০ জন আহত হয়। তোফায়লে ও শব্বিরি অঅহম্মদের,  অবস্থা গুরুতর হওয়ায় তাদরে ঢাকা মডেক্যিাল কলজে হাসাপাতালে র্ভতি করা হয়। এ ঘটনায় আহত তোফায়লেরে বোন মরেনিা আক্তার বাদী হয়ে সদ্ধিরিগঞ্জ থানায় ২৮ তারখি রাতে সন্ত্রাসী কাউন্সলির শাহজালাল বাদলকে প্রধান আসামী করে ১৯ জনরে বরিুদ্ধে মামলা দায়রে কর।ে মামলার অন্যান্য আসামীরা হল-নুর হোসনেরে দুই ভাই নুর সালাম ( বাদলরে বাবা বোবা ডাকাত ) ও চাচা বএিনপি নতো নুরুদ্দনি, চাচাত ভাই সন্ত্রসী রুবলে, ফুফাত ভাই ( মায়রে সামনে ময়েকেে র্ধষনকারী ) ফয়সাল,  জুলহাস উদ্দনি লটিন, শুটার আসলাম, পুলশিরের্ সােস কুদ্দুস মোল্ল্যার ছলেে স্বপন, সলেমি খান, সাইফুল ইসলাম, মাহফুজুর রহমান বাপ্পী, দলেোয়ার, আকাশ, শান্ত, জাকরি, রতন, জসমি উদ্দনি, ভাঙ্গারী নবী ও শাহনিসহ অজ্ঞাত ১০/১২ জন ।

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment