এশিয়াখবর২৪ ডট কম প্রতিবেদন: নাসিক ৩ নং ওয়ার্ডের বহিস্কৃত কাউন্সিলর ও ভারতে গ্রেফতারকৃত কুখ্যত গডফাদার নূর হোসেনের ভাতিজা ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী শাহ জালাল বাদলের ফাঁসি ও শাস্তির দাবিতে ৩ নং ওয়ার্ড় এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে । হাসপাতাল থেকে সানারপাড় বাসষ্ট্যান্ডে পৌঁছার সাথে সাথে তোফায়েলকে ফুলের মালা পড়িয়ে সন্ত্রাসী বাদলে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করে। এদিকে মিছিল চলাকালে সাময়িক সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় ঢাক-চট্রগ্রাম মহাসড়কের সানারপাড় বাস স্ট্যান্ডে ।
কাউন্সিলর সন্ত্রাসী বাদলের বাড়িতে তার বাহিনীর হামলায় গুরুতর আহত হয় আওয়ামী লীগ নেতা তোফায়েল, শিব্বির ও সুজন মাহমুদের মধ্যে ১১ দিন পর চিকিৎসা শেষে বৃহস্পতিবার দুপুরে ১২ টায় এলাকায় ফিরে আসেন তোফায়েল। তার আগমনে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে সানাড়পাড় বাসস্ট্যান্ড পর্যন্ত হাজার হাজার এলাকাবাসী জননেতা তোফায়েলকে ফুল দিয়ে সংবর্ধনা জানান। এ সময় তারা বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে তোফায়েল হোসেনকে হত্যা চেষ্টার মামলার প্রধান আসামী ৩নং ওয়ার্ড কাউন্সিলর সন্ত্রাসী শাহজালাল বাদলের ফাঁসি এবং তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ সানাড়পাড় নিমাইকাশারী এলাকায় বিক্ষোভ মিছিল করে। মিছিলকারীরা মিছিল শেষে অবিলম্বে শাহজালাল বাদল ও তার সহযোগীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। বিক্ষুব্ধ জনতা রাস্তায় সন্ত্রাসী বাদলের লাগানো পোষ্টারে জোতা মারে এবং থুথু নিক্ষেপ করে ।
সন্ত্রাসী বাদলের কালো হাত ভেঙ্গে দাও ভেঙ্গে দাও, তোফায়েল ভাইর রক্ত বৃথায় যেতে দিবোনা এসব স্লোগান দিয়ে মোটর সাইকেল মহড়া ও মিছিলসহ শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করে তারা। তোফায়েলকে অভিনন্দন জানাতে সানারপাড় এলাকার হাজার হাজার জনতা, গার্মেন্টসসহ বিভিন্ন শিল্পকারখানার শ্রমিক ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা সড়কের বিভিন্ন পয়েন্টে লাইনে দাড়ায় তোফায়েলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে এবং এক নজর দেখার জন্য ।
এসময় উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ, ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ,মহিলালীগ, সেচ্ছাসেবকলীগ, বঙ্গবন্ধু জাতীয় যুবপরিষদ সিদ্ধিরগঞ্জ থানার নেতাকর্মীসহ হাজার হাজার এলাকাবাসী।
উল্লেখ্য,সন্ত্রসী বাদল বাহিনী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পনা মতে, গত মাসের ২৬ তারিখ রাত ৯ টায় বাদল বাহিনী তার বাড়ীর সামনে আওয়ামীলীগ নেতা তোফায়েল হোসেন, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের থানা সভাপতি শিব্বির অঅহম্মেদ, মহিউদ্দিনসহ ছাত্রলীঘ কর্মী সুজন মাহম্মুদকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয় । এ সংঘর্ষে তোফায়েল ও শিব্বির অঅহম্মেদসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। তোফায়েল ও শিব্বির অঅহম্মেদর, অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত তোফায়েলের বোন মেরিনা আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ২৮ তারিখ রাতে সন্ত্রাসী কাউন্সিলর শাহজালাল বাদলকে প্রধান আসামী করে ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার অন্যান্য আসামীরা হল-নুর হোসেনের দুই ভাই নুর সালাম ( বাদলের বাবা বোবা ডাকাত ) ও চাচা বিএনপি নেতা নুরুদ্দিন, চাচাত ভাই সন্ত্রসী রুবেল, ফুফাত ভাই ( মায়ের সামনে মেয়েকে ধর্ষনকারী ) ফয়সাল, জুলহাস উদ্দিন লিটন, শুটার আসলাম, পুলিশের র্সোস কুদ্দুস মোল্ল্যার ছেলে স্বপন, সেলিম খান, সাইফুল ইসলাম, মাহফুজুর রহমান বাপ্পী, দেলোয়ার, আকাশ, শান্ত, জাকির, রতন, জসিম উদ্দিন, ভাঙ্গারী নবী ও শাহিনসহ অজ্ঞাত ১০/১২ জন । এদিকে ৩ নং ওর্য়াড়ের এলাকাবাসী অবিলম্বে সন্ত্রাসী বাদল ও তার বাহিনীকে গ্রেফতার করে দৃষ্টান্ত মুলুক শাস্তির দাবি জানিয়ে পোষ্টার ও ব্যানার লাগিয়েছে । অপর দিকে তোয়ায়েলকে প্রধান করে তার ২৩ সহযোগীর বিরুদ্ধে বাদলের মা মিনারা বেগম বাদী হয়ে পাল্টা মিথ্যা মামলা দায়ের করে। দু,টি মামলায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। বাদলসহ তার বাহিনীর অন্য আসামিরা এলাকায় আতংক সৃষ্টি করে বীর দর্পেই ঘুরছে বেড়াচ্ছে পুলিশের সামনে। এ ব্যপারে মামলার তদর্ন্ত কর্মকতা এস আই আজহার জানান, আসামী বাদল থানায় এসে ওসির সাথে দেখা করে গেছে । এছাড়া থানা আওয়ামীলীগের নেতা হাজী ইয়াছিনের ( ৭ খুনের আসামী ) নির্দেশ রয়েছে, আসামী না ধরার জন্য । এতে আমার কিছু করার নেই । এদিকে ওসি জানান, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে ।







0 comments :
Post a Comment