সিদ্ধিরগঞ্জের দু’টি গ্লোব কারাখানাকে ৪ লাখ টাকা জরিমানা
সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া এলাকায় অনুমোদন বিহীন গ্লোব কারখানা
গুলোতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার বেলা ১২টা থেকে বিকেল ৪টা
পর্যন্ত সিদ্ধিরগঞ্জ এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শীলু রায়ের
নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়।
এসময় বিএসটিআই’র অনুমোদন না থাকায় এবং
বিএসটিআই’র নকল অনুমোদন সিল ব্যবহার করায় সেবা কর্পোরেশন ও প্রিন্স গ্লোব
নামের ২টি প্রতিষ্ঠানকে ২লাখ টাকা করে মোট ৪লাখ টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে শীলু রায়
জানান, গোপন সংবাদের ভিত্তিতে কারখানা দুটিতে অভিযান পরিচালনা করা হয়েছে।
দুটি প্রতিষ্ঠানেই দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে গ্লোব তৈরী করে আসছিলো। এসকল
গ্লোব ব্যবহার করলে মানুষের শারীরিক দিকেও বিভিন্ন ক্ষতি হতে পারে। তাই
যাচাই করার জন্য এসকল গ্লোবের নমুনা বিএসটিআইতে পাঠানো হয়েছে। আগামীতে এ
ধরণের সকল অবৈধ কারখানার উপরে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
সূত্রে জানা যায়, এর আগে সোমবার
ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট
কাজী ফয়সাল প্রিন্স গ্লোব কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলো।
কিন্তু ঐদিন রাতেই প্রতিষ্ঠানের মালিক গ্যাস সংযোগ আবারো চালু করে কাজ শুরু
করে।
0 comments :
Post a Comment