ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ বিক্ষোভ
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ॥
সিদ্ধিরগঞ্জে বর্ধিত ভাড়া প্রত্যাহার ও ছাত্র-ছাত্রীেেদর মূল ভাড়ার অর্ধেক করার দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেছে। গতকাল বুধবার সকালে নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড সড়কের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। সিদ্ধিরগঞ্জ সম্মিলিত শিক্ষার্থীরা এ সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে।
জানা যায়, সিদ্ধিরগঞ্জ সম্মিলিত শিক্ষার্থীদের উদ্যোগে বুধবার সকালে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় শতাধিক শিক্ষার্থীদের অংশ গ্রহণে বর্ধিত ভাড়া প্রত্যাহার এবং যানবাহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নির্ধারণে দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে। সম্মিলিত শিক্ষার্থীদের আহবায়ক জাহিদুল আলম আল-জাহিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে সিহান রাজ্জাক সঞ্চয়, জান্নাতুল নাঈম, কাজী জোবায়ের রহমান আশিক, মাইনুল হাসান ফয়সাল, শাহ গালিব আজাদ, খাদিজা আক্তার, তনয়া আক্তার সশীসহ শতাধিক শিক্ষার্থী মিছিলে অংশ নেয়। শিক্ষার্থীরা সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে মিছিল নিয়ে আদমজী এমডব্লিউ কলেজ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এসময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন লেখা সম্বলিত প্লাকার্ড ও ব্যানার ছিল। জাহিদুল আলম আল জাহিদ জানায়, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করছে এসড়ক দিয়ে চলাচলরত যানবাহন গুলি। শিমরাইল থেকে নারায়ণগঞ্জ ৯ কিলোতে ভাড়া নিচ্ছে ২০ টাকা। সরকার নির্ধারিত স্থানে ১৫ টাকাই ভাড়া যথেষ্ট। এছাড়া সরকারের বিনা অনুমতিতে এ সড়কে চলাচলরত অটো গুলিও বর্ধিত ভাড়া আদায় করছে। এর প্রত্যাহার দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

0 comments :
Post a Comment