সিদ্ধিরগঞ্জে ঘর-বাড়ি ভেঙ্গে দিতে কাউন্সিলার আলার হুমকি ॥ আতংকে এলাকাবাসী

সিদ্ধিরগঞ্জে ঘর-বাড়ি ভেঙ্গে দিতে কাউন্সিলার আলার হুমকি ॥ আতংকে এলাকাবাসী  

সিদ্ধিরগঞ্জে ঘর-বাড়ি ভেঙ্গে দিতে কাউন্সিলার আলার হুমকি ॥ আতংকে এলাকাবাসী    সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় আবুল কালাম দেওয়ান ও তার সমর্থকদের ঘর-বাড়ি ভেঙ্গে দেয়ার হুমকি দিয়েছে নাসিক ৭ নং ওয়ার্ড কাউন্সিলার আলা হোসেন আলা। গতকাল সোমবার দুপুরে কাউন্সিলর আলা হোসেন আলা হুমকি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এতে আতংকে রয়েছে এলাকাবাসী। নাসিক কর্তৃক রাস্তা ও ড্রেন নির্মাণের উদ্যোগ নিলে রাস্তা সংলগ্ন আবুল কালাম দেওয়ান ও তার সমর্থকরা নিজ নিজ বাড়ির পাশের রাস্তা নিজস্ব উদ্যোগে মেরামত করে দেয়ার পরও ওইসব বাড়িÑঘর ভেঙ্গে ফেলার হুমকি দিয়েছে কাউন্সিলার আলা। তাকে চাঁদা না দিয়ে নিজস্ব খরচে রাস্ত মেরামত করায় ক্ষুদ্ধ হয়ে ঘরবাড়ি ভেঙ্গে ফেলার হুমকি দিয়েছে বলে একটি সুত্র জানায়।
জানা যায়, নারাযণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ অংশের কদমতলী এলাকাটি ৭ নং ওয়ার্ড এলাকা। এ ওয়ার্ডের কাউন্সিলার আলা হোসেন আলা। কদমতলী বড় পুকুর ডিএনডি ক্যানেল সংলগ্ন কবরস্থান ভায়া বাইতুল মামুর ও বায়তুল আমান জামে মসজিদ রাস্তাটি উন্নয়নের জন্য সিটি কর্পোরেশন দরপত্র আহবান করে। গত মাসে এ রাস্তাটির কাজ ঠিকাদার করতে গেলে কাউন্সিলর আলা হোসেনের বরাত দিয়ে এলাকাবাসীদের সরকারী রাস্তার উপর নির্মিত স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দিয়ে মাইকিং করা হয়। অন্যথায় স্থাপনা ভেঙ্গে অপসারণ করে রাস্তা নির্মাণ করা হবে বলে এলাকাবাসীদের জানানো হয়। এসময় রাস্তা সংলগ্ন আবুল কালাম দেওয়ান, তার ভাই ও সমর্থকরা রাস্তার পাশে থাকা স্থাপনা সরিয়ে নিজস্ব উদ্যোগে বাঁশ ও বেড়া দিয়ে মাটি ফেলে রাস্তার ভাঙ্গা প্রায় ৪ প্রশস্তে মেরামত করে দেয়। এর ফলে বর্তমানে উক্ত স্থানে প্রায় ২২ ফুট চওড়া রাস্তা হয়। এর উপর সিটি কর্পোরশন রাস্তা ও ড্রেন নির্মাণ করতে কোন প্রকার সমস্যা হবে না। এ ঘটনার পর গতকাল সোমবার দুপুরে কাউন্সিলর আলা হোসেন আলা উল্লেখিত স্থানের বাসিন্দাদের ঘর-বাড়ি ভেঙ্গে ফেলা হবে বলে হুমকি দেয়। একটি সুত্র জানায়, রাস্তা পাশে রয়েছে গত সিিিট নির্বাচনে অংশ নেয়া আবুল কালাম দেওয়ান। নির্বাচনে অংশ নেয়ায় আলা হোসেন তার উপর ক্ষুদ্ধ। এ কারণেই তার এবং তার সমর্থকদের বাড়ি ভেঙ্গে ফেলতেই আলা হোসেন আলা হুমকি দিয়েছে। এতে এলাকাবাসী আতংক হয়ে পড়েছে। রাস্তা মেরামত করে দেয়ার পরও আলা হোসেন ঘর-বাড়ি ভাঙ্গার হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করায় ক্ষুদ্ধ এলাকাবাসী। আবুল কালাম দেওয়ান জানান, রাস্তার বিষয়টি জানিয়ে গত ৩০/০৮/১৫ইং তারিখে মেয়র মহোদয়কে একটি লিখিত আবেদন দিয়েছি। মেয়র মহোদয় কারো জমির উপর সিটি রাস্তা করবে না বলে আশ্বাস দিয়েছে। এরপরও এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে নিজস্ব খরচে বাঁশ, বেড়া ও মাটি ফেলে প্রায় ৪ ফুট প্রশস্তে রাস্তা মেরামত করে দেয়া হয়েছে যাতে ড্রেন ও রাস্তা নির্মাণ করতে কোন প্রকার সমস্যা না হয়। তারপরও কাউন্সিলর আলা হোসেন আলা আমার ঘর-বাড়ি ভেঙ্গে ফেলার হুমকিসহ অশালিন ভাষায় গালিগালাজ করেছে। আবুল কালাম এ বিষয়ে মেয়র মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেন। গত নির্বাচনে অংশ নেয়ায় আমার উপর ক্ষোভ প্রকাশ করে আগামী নির্বাচনে অংশ নিলে পরিনতি খারাপ হবে বলেও হুমকি দিয়ে গেছে। কাউন্সিলার আলা হোসেন আলাকে একাধিকবার ফোন (০১৭১১০২১৩৬৯) করলেও ফোন রিসিভ করেনি। 

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment