সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ॥
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ড এলাকা আটি গ্রামে হাবিব মেম্বারের বাড়ি থেকে মনোয়ার জুট মিল পর্যন্ত নির্মিত ড্রেনে নি¤œ মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। নি¤œ মানের সামগ্রী ব্যবহার করায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে কাজ বন্ধ করে দেয়ার দাবি জানিয়েছে।
জানা যায়, সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকায় নাসিক এর উদ্যোগে ড্রেন নির্মাণ করছে হাসমত আলী হাসুর ভাই কেরামত। কেরামত নি¤œ মানের সামগ্রী ব্যবহার করে ড্রেন নির্মাণ করছে। এছাড়াও সিডিউল মত মাপ না রেখে কম মাপে ড্রেন নির্মাণ করারও অভিযোগ রয়েছে। স্থানীয় এলাকাবাসী জানায়, নি¤œ মানের পাথর ব্যবহার এবং নির্দিষ্ট পরিমানের চেয়ে কম গ্রেডের রড ব্যবহার করে ড্রেন নির্মাণ করছে কেরমাত। এলাকাবাসীর অভিযোগ ড্রেন নির্মাণে তদারকি করার কথা নাসিক প্রকৌশলীদের। প্রকৌশলীদের যোগসাজশে কেরামত নি¤œ সামগ্রী ব্যবহার করছে। ড্রেন নির্মাণে সিডিউল মোতাবেক পাথর, রড ও অন্যান্য সামগ্রী ব্যবহার নিশ্চিত করে ড্রেন নির্মাণ করার দাবি এলাকাবাসীর।

0 comments :
Post a Comment