নারায়ণগঞ্জ জেলায় পিপি হিসাবে নিয়োগপ্রাপ্ত এডভোকেট ওয়াজেদ আলী খোকনের যোগদান
নারায়ণগঞ্জ জেলায় পাবলিক প্রসিকিউটির (পিপি) হিসাবে যেগ দিয়েছেন সিনিয়র এডভোকেট ওয়াজেদ আলী খোকন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সিলিসিটর কার্যালয় (ডিপি/পিপি শাখা) স্মারক নং সিলিসিটর/জিপি-পি-পি(নারায়ণগঞ্জ) ০৩/২০০৯-১৩৮ তারিখ ৮ নভেম্বর এই নিয়োগ দেয়া হয়। নিয়োগপ্রাপ্ত পিপি এডভোকেট ওয়াজেদ আলী খোকন সকল আইনজীবী, রাজনৈতিক নের্তৃবৃন্দসহ সকল পেশাজীবীদের সহযোগিতা কামনা করেছেন। এডভোকেট ওয়াজেদ আলী খোকনকে পিপি করায় আইনজীবীরা অনেক সুবিধা পাবেন। তিনি সদালাপি এবং সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেন বলে তার সুখ্যাতি রয়েছে। ফলে তাকে পিপি করায় তারা আইনমন্ত্রনালয়ের কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছে। এদিকে এডভোকেট ওয়াজেদ আলী খোকন আওয়ামীলীগের দু:সময়ে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় নিজের অবস্থান ধরে রেখে আওয়ামীলীগ সমর্থিত আইনীজীবীদের তিনি সংগঠিত করেছেন। বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে অনেকে নারায়ণগঞ্জ ছেড়ে চলে গেলেও তিনি সেসময়ে আওয়ামীলীগ সমর্থিত আইনজীবীদের পাশে দাড়ান। তিনি মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ছিলেন। এডভোকেট ওয়াজেদ আলী খোকন শহীদ মুক্তিযোদ্ধার এডভোকেট সাদত আলীর সন্তান। ৩নং সেক্টরে যুদ্ধ করতে যেয়ে তিনি শহীদ হন। এই শহীদ মুক্তিযোদ্ধা সেসমেয় মহকুমা আওয়ামীলীগের সহ-সভাপতি ছিলেন।
0 comments :
Post a Comment