রোববার সকাল সাড়ে ১০ টায় থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত এনসিসি’র ৬নং ওয়ার্ডে ৩কোটি ৫৬লাখ টাকা ৪টি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন ও এলাকা প্রদিক্ষণ কালে মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী বলেন। সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, ভূমিদস্যু ও মাদকব্যবসায়ীদের কোন পরিচয় থাকতে পারে না। তারা জনগণের দুশমন। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। সমাজের সকলে মিলে তাদের সমাজ থেকে বিতারিত করতে হবে। গড়তে হবে সুন্দর সমাজ। ২০২১’র ভিশন নিয়ে বাস্তবায়ন করতে হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা। এসময় মেয়র আইভী আরো বলেন, সিটি বাসী উন্নয়নের জন্য যে কোন ত্যাগ শিকার করতে পারি। তবে সন্ত্রাসীদের কাজে মাথা নত করবনা। চার দিকে উন্নায়ন দেখে কারো কারো মন খারাপ লাগতে পারে। মিথ্যা কথা বলে জনগণের দৃষ্টি অন্যদিকে নিতে পারে। কিন্তু তাতে কোন লাভ হবেনা। জনগণ জানে আইভী সত্য কথা বলতে কখনো পিছুপা হয়না, তিনি আরো বলেন, আমি আপনাদের ভোটে মেয়র হয়েছি, আপনাদের ভালোবাসার প্রতিদান দিতে চাই। সিটিবাসীর উন্নায়ন করে কিছুটা ঋণ শোধ করেতে চাই। তার পরেও কেউ কেউ আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলে সিটির উন্নয়নের বাধা গ্রস্থ করতে পারবেনা। মেয়র এসময় ৬নং ওয়ার্ডে চর শিমুলপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদীর পাড়ে ২টি ঘাট, রাস্তা, টয়লেট ও গভীর নলকোপ আগামী ডিসেম্বের ও জানুয়ারীতে করে দিবেন বলে এলাকাবাসীর সাথে প্রতিশ্রুতি করেন। এসময় উপস্থিত ছিলেন এনসিসি’র ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল, মহিলা কাউন্সিলর জানাতুল ফেরদৌস লিনা, সিদ্ধিরগঞ্জ থানা মহিলা আওয়ামলীগের সাধারণ সম্পাদিকা মনোয়ারা বেগম, আওয়ামীলীগ নেতা সোনামিয়া বাজার বনিক সমিতির সভাপতি সাইদুল ইসলাম, যুবলীগ নেতা হান্নান প্রধান, রাসেল, শিপনসহ এলাকারবাসী ।
Home
/
LOCAL NEWS
/
জনগণ জানে আইভী সত্য কথা বলতে কখনো পিছুপা হয়না, মিথ্যা বলে উন্নয়নের বাধাগ্রস্থ করতে পারবেনা
-
Blogger Comment
-
Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments :
Post a Comment