৩ হাজার ৮৯৩ টাকায় ট্যাব দিবে অ্যামাজন
মাত্র ৩ হাজার ৮৯৩ টাকার ট্যাব বাজারে ছাড়তে যাচ্ছে পৃথিবীর শীর্ষ অনলাইনে বেচাকেনার সাইট অ্যামাজন ডটকম। প্রতিষ্ঠানটি জানিয়েছে অ্যামজান ফায়ার ট্যাব নামের এই গ্যাজেটটি আগামী ৩০ সেপ্টেম্বর থেকেই পৃথিবীর সব দেশের গ্রাহকরা কিনতে পারবে।
ডিভাইসটি উন্মোচনের তারিখ ৩০ সেপ্টেম্বর ঠিক করা হলেও আপাতত নেয়া হচ্ছে এটির প্রি অর্ডার। তবে অ্যামাজন জানিয়েছে, প্রি অর্ডারকারী গ্রাহদের জন্য ট্যাবটি ফ্রি শিপিংয়ে গ্রাহকের হাতে পৌঁছে দিবে তারা।
ফিচারের দিক থেকে এই ৭ ইঞ্চির এই ট্যাবটিতে রয়েছে আইপিএস ডিসপ্লে এবং রিয়ার ও ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ১.৩ গিগাহার্টজের কোয়াডকোর প্রসেসরের সাথে রয়েছে ৮ জিবি আভ্যন্তরীন মেমোরি। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।
ট্যাবটিতে রয়েছে ১ জিবি র্যাম এবং ফ্রি আনলিমিটেড ক্লাউড স্টোরেজ। এতে ব্যবহার করা হয়েছে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের পরিবর্ধিত সংস্করণ ফায়ার ওস ফাইব। ডিভাইসটি একবার চার্জ করে নিলে টানা সাত ঘন্টা সচল থাকবে।
অ্যামাজনের ঘোষণা মতে, কেউ পাঁচটি ট্যাব এক সঙ্গে অর্ডার দিলেই একটি ট্যাব তাকে দেয়া হবে একদম ফ্রি। কেউ চাইলে আমাজনের এই লিংকেhttps://www.amazon.com/gp/gw/ajax/s.html গিয়ে অর্ডার করা যাবে নতুন এই ডিভাইসটি।
0 comments :
Post a Comment