সাত খুন মামলার অন্যতম আসামী নূর হোসেনকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো হবে

সাত খুন মামলার অন্যতম আসামী নূর হোসেনকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো হবে

সাত খুন মামলার অন্যতম আসামী নূর হোসেনকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো হবে

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের মুখ্য বিচারিক হাকিমের আদালতে শুক্রবার শুনানি শেষে নূর হোসেনকে দেশে পাঠানোর নির্দেশ দেন।নারায়ণগঞ্জের সাত খুন মামলার অন্যতম আসামী নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে ভারতের একটি আদালত। সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন, ভারতে নূর হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলাও প্রত্যাহার করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যেই তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে ।

এর আগে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নূর হোসেনের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছিলো।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করে হত্যা করা হয়।
ওই ঘটনায় করা দুটি মামলার প্রধান আসামী কাউন্সিলর নূর হোসেন ঘটনার পরেই পালিয়ে যান। এরপর কলকাতা শহরের অদূরে বাগুইহাটি নামের একটি আবাসনে আশ্রয় নেন। সেখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। অবৈধভাবে ভারতে অবস্থানের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়।

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment