ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দুই চিকিৎসককে আপত্তিকর অবস্থায় আটক করেছে শাহবাগ থানা পুলিশ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দুই চিকিৎসককে  আপত্তিকর অবস্থায় আটক করেছে শাহবাগ থানা পুলিশ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দুই চিকিৎসককে  আপত্তিকর অবস্থায় আটক করেছে শাহবাগ থানা পুলিশ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ডক্টর্স ডরমেটরি কোয়ার্টার থেকে আপত্তিকর অবস্থায় দুই চিকিৎসককে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টায় এ ঘটনা ঘটে। এদের মধ্যে একজন ঢামেকের গাইনির চিকিৎসক। অপরজনও ঢামেকের চিকিৎসক ডা. মঈন আলী। তবে তার বিভাগ জানা যায়নি। পুলিশের শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, রাত ১১টায় আপত্তিকর পরিস্থিতির সংবাদ পেয়ে পুলিশ, ওই গাইনি চিকিৎসকের পরিবার ও শ্বশুরবাড়ির লোকেরা ওই কোয়ার্টারে গিয়ে দরজা নক করে। তবে ভেতর থেকে কেউ দরজা না খুললে দুপক্ষের সামনেই পুলিশ দরজা ভেঙে ফেলে। ঘরে ঢুকে ডা. মঈন আলীর সঙ্গে ওই নারী চিকিৎসককে আপত্তিকর অবস্থায় পাওয়া যায়। পরে তাদের আটক করে শাহবাগ থানা পুলিশ। গাইনি বিভাগের ওই চিকিৎসকের স্বামীও ঢামেকের চিকিৎসক । তিনি বর্তমানে থাইল্যান্ড ট্রেনিংয়ে রয়েছেন। হাসপাতাল সূত্র জানায়, আটককৃতরা হলেন মইন আলী ও জান্নাতুল ফেরদৌস। মইন আলী ঢামেক হাসপাতালের ডাক্তার। তবে তিনি কোন বিভাগের, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। জান্নাতুল ফেরদৌস গাইনি বিভাগের ডাক্তার। তার স্বামী ডা. নূর আলম থাইল্যান্ড প্রবাসী। এ সুযোগে দীর্ঘদিন ধরে জান্নাতুল ও মইনের মধ্যে পরকীয়া চলছে। বৃহস্পতিবার ডাক্তার মইনকে স্বামীর কোয়ার্টারে নিয়ে যান ডা. জান্নাত। এ সময় আপত্তিকর অবস্থায় দুই পরিবারের লোকজন তাদের আটক করে শাহবাগ থানায় খবর দেন। পরে পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়। শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, পরকীয়ার কারণে এটা হয়েছে। ডাক্তার জান্নাতের স্বামী বিদেশে থাকার সুযোগে অপর ডাক্তারকে কোয়ার্টারে নিয়ে যান তিনি। এ ঘটনায় কেউ থানায় মামলা করতে আগ্রহী নয়। মুচলেকা রেখে তাদের ছেড়ে দেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন ছিল।


About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment