গাইবান্ধা-১ আসনের এমপি লিটন গ্রেফতার


x

গাইবান্ধা-১ আসনের এমপি লিটন গ্রেফতার

 
শিশুর দুই পায়ে গুলিবিদ্ধের ঘটনায় অভিযুক্ত গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।বুধবার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে রাজধানীর উত্তরায় তার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর ডিবি পুলিশের উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার শেখ নাজমুল আলম ও ডিএমপি মিডিয়া সেন্টারের উপপুলিশ কমিশনার মুনতাসিরুল ইসলাম। তারা জানান, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।  গত ২ অক্টোবর ভোরে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়নের গোপালচরণ এলাকায় এমপি লিটনের ছোড়া গুলিতে দুই পায়ে গুলিবিদ্ধ হয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহাদাত হোসেন সৌরভ (৮)। শিশুটি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
পরদিন আহত শিশু সৌরভের বাবা এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। 
গাইবান্ধা-১ আসনের এমপি লিটন গ্রেফতার

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment