হোসেনী দালানে বোমা হামলার ঘটনাকে ভয়াবহ উল্লেখ করলেন মার্কিন রাষ্ট্রদূত ও ব্রিটিশ হাইকমিশনার

শুক্রবার দিবাগত রাতে মহরমের তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় পুরান ঢাকার হোসেনী দালানে ভয়াবহ গ্রেনেড হামলা করে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা পরপর ৬টি হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় নিহত হয়েছে ১ জন। এবং আহত হয়েছে প্রায় অর্ধশত মানুষ। হোসেনী দালানে বোমা হামলার ঘটনাকে ভয়াবহ হিসেবে উল্লেখ করলেন মার্কিন রাষ্ট্রদূত ও ব্রিটিশ হাইকমিশনার। মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট আমেরিকান দূতাবাসের ফেসবুক পেজে লিখেন, পুরান ঢাকায় শিয়া আশুরার জমায়েতে জ্ঞানহীন হামলাটিকে খুব বড় ধাক্কা বলে মনে হয়েছে। এই ঘটনায় আক্রান্ত ও তাদের পরিবারের জন্য গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশের ধর্মীয় সহনশীলতা ও সাম্প্রদায়িক ঐক্যবদ্ধতার একটি ঐতিহ্যময় ইতিহাস রয়েছে। আমরা এমন সংকটকালীন পরিস্থিতিতে বাংলাদেশের জণগণ এবং সরকারের সঙ্গে রয়েছি।
0 comments :
Post a Comment