লক্ষ্মীপুর প্রতিনিধি : সদর উপজেলার পালেরহাট এলাকায় শনিবার রাত ২টার দিকে লক্ষ্মীপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শাহ আলম মিন্টু (৩৭) নামে এক মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহ আলম মিন্টু পৌরশহরের বাঞ্চানগর আলিয়া মাদ্রাসা এলাকার মৃত সিরাজুল মনিরের ছেলে।
পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে ১৬৫ পিস ইয়াবা, একটি এলজি ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ সময় কনস্টেবল সুলতান আহম্মেদ, আবদুল মমিন ও মো. নরুল্লা আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, সদর উপজেলার পালেরহাট এলাকায় মাদক বেচাকেনার গোপন সংবাদ পেয়ে রাতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযানে যায়। উপস্থিতি টের পেয়েই মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে মাদক বিক্রতা শাহ আলম মিন্টু গুলিবিদ্ধ হন। এ সময় অন্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ মিন্টুকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। মিন্টুর বিরুদ্ধে থানায় মাদকের ৭-৮টি মামলাসহ একাধিক অভিযোগে রয়েছে।
0 comments :
Post a Comment