৭ খুন: র্যাব কর্মকর্তা রানার পক্ষে জামিন প্রার্থনা আদালতের না মঞ্জুর
বৃহস্পতিবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহম্মেদ সিদ্দিকীর আদালতে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার গ্রেফতারকৃত আসামী র্যাব-১১ নারায়ণগঞ্জ সাবেক কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এমএম রানার জামিন প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করেছেন । রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌসুলী ফজলুর রহমান জানান, র্যাব কর্মকর্তা রানার পক্ষে বৃহস্পতিবার হাই কোর্টের একজন আইনজীবী জামিন প্রার্থনা করলে তা নামঞ্জুর করেন আদালত। তবে রানাকে আদালতে হাজির করা হয়নি। এদিকে বুধবার(৭ অক্টোবর) নির্ধারিত তারিখে সাত খুনের মামলার চার্জশিটভুক্ত ২২ আসামিকে কঠোর প্রহরায় আদালতে হাজির করা হয়। আদালতে তারেক সাঈদের পক্ষে জামিন আবেদন করা হয়েছিল। আদালত জামিন নামঞ্জুর করেন। এ ছাড়া পলাতক ১৩ আসামিকে গ্রেফতারের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য আদালত নির্দেশনা দেন। সাত খুনের ঘটনার ১১ মাস পর ৮ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা সংস্থা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দুটি মামলায় অভিন্ন চার্জশিটে নূর হোসেন, র্যাব কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। তাদের মধ্যে ২২ জন গ্রেফতার রয়েছে আর ১৩ জন পলাতক।
0 comments :
Post a Comment