বাংলাদেশ ’৭১ লীগ-এর উদ্যোগে শেখ রাসেলের ৫২ তম জন্মদিন উদযাপন

বাংলাদেশ ’৭১ লীগ-এর উদ্যোগে শেখ রাসেলের ৫২ তম জন্মদিন উদযাপন
বাংলাদেশ ’৭১ লীগ-এর উদ্যোগে শেখ রাসেলের ৫২ তম জন্মদিন উদযাপন


বাংলাদেশ ’৭১ লীগ এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ১৮ অক্টোবর রবিবার বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সেমিনার হলে ‘শেখ রাসেল হত্যাকান্ড: পরবর্তী রাজনৈতিক- সামাজিক সংগঠনের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা ও নিবেদিত পঙক্তিমালা পাঠ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি কবি ও সাংবাদিক আতিক আজিজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। উদ্বোধন করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য কবি কাজী রোজী।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতিসত্বার কবি মুহাম্মদ নুরুল হুদা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা ঐক্যজোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির খান, কবি ও ছড়াকার আসলাম সানী, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল, কবি আয়াত আলী পাটোয়ারী, কবি নাহার ফরিদ খান, কবি ও গীতিকার এম.আর. মনজু।

ছড়াকার টিমুনী খান রীনোর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নাট্যশিল্পী আবৃত্তিকার হাবিবুল্লাহ রিপন।
  আলোচনায় অংশ নেন জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটির ভাইস চেয়ারম্যান মাজেদ আলী ভূইয়া, জাতীয় লেখক সোসাইটির সভাপতি কবি মুহাম্মদ লুৎফর রহমান সরদার, বাংলাদেশ আওয়ামী ছিন্নমূল বাউল লীগ এর সভাপতি লালন সরকার, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মাহমুদ রেজা সোহেল প্রমূখ।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডে যে সব কুচক্রী মহলে ইন্দন ছিলো তাদেরকেও চিহ্নিত করে কাঠগড়ায় দাঁড় করিয়ে দৃষ্টান্তমূলক শান্তির ব্যবস্থা করতে হবে।

অনূষ্ঠানে শেখ রাসেলকে নিবেদিত পঙক্তিমালা পাঠ করেন, মাননীয় জাতীয় সংসদ সদস্য কবি কাজী রোজী, জাতিসত্বার কবি মুহাম্মদ নুরুল হুদা, কবি নাহার ফরিদ খান, দেলোয়ার হোসেন রাতুল, ছড়াকার চান মিয়া চান্দু, সুলতান মাহমুদ, শাহনাজ পারভীন, শাহী সবুর, শেখ নুসরাত পাভীন কাজী, জাহানারা জানি, তোফাজ্জল হোসেন প্রমূখ।

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment