সিদ্ধিরগঞ্জের অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ধরতে প্রশাসন অনাগ্রহী

সিদ্ধিরগঞ্জের অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ধরতে প্রশাসন অনাগ্রহী

সিদ্ধিরগঞ্জের অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ধরতে প্রশাসন অনাগ্রহী


সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জের অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ধরতে প্রশাসন অনাগ্রহীসিদ্ধিরগঞ্জের অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা এলাকায় প্রকাশ্যে ঘুরছে বীরদর্পে রহস্যজনক কারণে স্থানীয় প্রশাসন এসব সন্ত্রাসীদের গ্রেফতার কিংবা অস্ত্র উদ্ধার করতে অনাগ্রহী এতে অস্ত্রধারী সন্ত্রাসীরা হয়ে পড়েছে বেপরোয়া সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে আতঙ্ক

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা বীরদর্পে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে প্রশাসন এসব সন্ত্রাসীদের গ্রেফতার কিংবা অস্ত্র উদ্ধার করতে অনাগ্রহী হয়ে পড়েছে গত কিছু দিন আগে শিমরাইল এলাকার বাসিন্দা হীরাঝিল এলাকার ডিস ব্যবসায়ী মোসলে উদ্দিন জয় তার মা ভাইকে হত্যা করার জন্য কয়েক রাউন্ড গুলি করে খবর পেয়ে থানা পুলিশ পর হয়ে উঠলেও জয়ের মামা প্রভাবশালী আওয়ামীলীগ নেতা হাবিবুল্লাহ হবুলের তদবিরে রহস্য জনক কারণে পুলিশ নিরব হয়ে যায় গত ১৫ আগষ্ট মিজমিজি পূর্ব পাড়া এলাকায় গুলি বর্ষনের ঘটনা ঘটে ছাত্রলীগ নেতা সানি আহমেদ পরশ গুলি বর্ষনের ঘটনা ঘটায় বলে গোপন সূত্রে জানা গেছে গোদনাইল আরমবাগ এলাকার বাসিন্দা ছাত্রলীগ নেতা আমির হোসেন প্রকাশ্য দিবালোকে নাসিক নং ওয়ার্ড কাউন্সিলর রহুল আমিন মোল্লার বুকে গুলি করে মুক্তিনগর এলাকার মাদক সম্্রাট রাজুর হেফাজতে থাকা অবৈধ অস্ত্রটি তারই অন্যতম সহযোগী লিটনের কাছে জমা রাখার দু,দিন পরই রাজুকে গ্রেফতার করে ্যাব- গত সোমবার দিবাগত গভীর রাতে রাজুর অস্ত্রজমা রাখা লিটনকে ঢাকার গোয়েন্দা পুলিশ গ্রেফতার করলেও উদ্ধার করতে পারেনি অস্ত্রটি ধৃত লিটন অস্বীকার করলেও বাড়ীর কেয়ারটেকারের স্ত্রী শিকার করেছে রাজুর অস্ত্রটি লিটনের কাছে জমা রাখা রয়েছে লিটন ওই অস্ত্রটি কেয়ারটেকারের স্ত্রীর কাছে রাখলেও গত রোববার বিকেলে আবার নিয়ে নিয়েছে এতে ডিবি পুলিশ বাড়ীর কেয়ার টেকার তার স্ত্রীকেও আটক করে নিয়ে গেছে বলে স্থানীয় সূত্র জানায় ছাড়াও আরো একাধিক সন্ত্রাসী মাদক সম্্রাটদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে বলে নির্ভরযোগ্য একাধিক সূত্র জানায় এসব অস্ত্রধারী সন্ত্রাসীরা এলাকায় প্রকার্শে ঘুরে বেড়াচ্ছে রহস্য জনক কারণে স্থানীয় প্রশাসন এসব অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার বা অস্ত্র উদ্ধার করছে না এতে সন্ত্রাসীরা হয়ে পড়েছে বেপরোয়া সাধারণ নিরীহ মানুষের দিন কাটছে চরম আতঙ্কে

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment