জাপানী নাগরিক কোনিও হত্যার ঘটনায় ক্ষুব্ধ জাপান, সাংবাদিকদের কাছে অনুরোধ বার্তা

রংপুরে জাপানী নাগরিক হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে জাপান। সোমবার দেশটির সরকারের ঊর্ধ্বতন এক মুখপাত্র এই ক্ষোভ প্রকাশ করেন। গত শনিবার সকালে রংপুরের কাউনিয়ায় জাপানী নাগরিক হোসি কোনিও মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। সোমবার টোকিওতে সাংবাদিকদের জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি জোশিদি সুগা বলেন, ‘ এই ঘটনায় আমি খুবই ক্ষুব্ধ। এই ধরনের কাপুরুষোচিত কাজের পুনরাবৃত্তি কখনোই করা যাবে না। জাপান সরকার এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত করছে। কোনিও হত্যার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রংপুরে জাপানী নাগরিক হত্যার ঘটনার পর নিজেদের কর্মকর্তাদের ব্যাপারে সতর্ক অবস্থান নিচ্ছে বাংলাদেশে জাপান দূতাবাস। এ জন্য সাংবাদিকদের উদ্দেশ্যে বিশেষ অনুরোধ বার্তাও পাঠানো হয়েছে দূতাবাসের পক্ষ থেকে। দূতাবাসের ইমেইল থেকে পাঠানো বার্তায় সাংবাদিকদের উদ্দেশে বলা হয়, দূতাবাস কর্মকর্তা এবং অন্যান্য জাপানী কর্মকর্তারা একটি মিশনে রংপুর ভ্রমণ করছেন।
'নিরাপত্তা ঝুঁকির কারণে এই সময়ে কোনো কর্মকর্তার ছবি বা চেহারা চিহ্নিতকারী ভিডিও প্রকাশ না করার জন্য সাংবাদিকদের কাছে অনুরোধ করা হলো।'
0 comments :
Post a Comment