দ্রুত সময়ের আদমজী ইপিজেড থেকে নারায়ণগঞ্জের চাষাড়া পর্যন্ত বাইপাস সড়ক নির্মান : সেতু মন্ত্রী
পরিদর্শন শেষে মন্ত্রী দ্রুত সময়ের মধ্যে আদমজী ইপিজেড থেকে নারায়ণগঞ্জের চাষাড়া পর্যন্ত বাইপাস সড়ক নির্মানের সড়ক ঘোষনা দেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শক্রবার বিকালে আদমজী ইপিজেড এলাকা থেকে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া পর্যন্ত রেল সড়ক পরিদর্শন করেন। এ সময় তিনি আরো বলেন, এ বাইপাস সড়ক নির্মানের ফলে নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জের লোকজন যানজট এড়িয়ে যাতায়াত করতে পারবেন। পরিদর্শন কালে মন্ত্রী রেলের সম্পত্তি দখলদারদের ১ মাসের মধ্যে উচ্ছেদের নির্দেশ দেন। বাইপাস সড়ক উন্ন্য়নের কাজে সড়কের নির্ধারিত জায়গায় যদি কারো লিজ নেয়া থাকে তাহলে তাদের ওই সড়কের স্থান ছেড়ে দিতে হবে। ওবায়দুল কাদের আরো বলেন, নারায়ণগঞ্জ হচ্ছে রাজধানীর পাশের জেলা। এ জেলায় উন্নয়ন না হলে রাজধানীর উন্নয়ণ করা সম্ভব নয়। শামীম ওসমান আমাকে বলেছিলেন প্রদীপের নীচে অন্ধকার রেখেতো আর প্রদীপ জ্বালানো যায়না। তাই এ এলাকার সড়কগুলো নির্মাণ এবং সংস্কার না করেতো আর উন্নয়ন করা যায় না। মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিএনপি দলীয় ভাবে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে বিভিন্ন পত্রিকার খবরে এসেছে। উন্নত বিশ্বেও দলীয় ভাবে স্থ্নাীয় নির্বাচন হয়। যেমন যুক্তরাজ্যের মতো উন্নত দেশে দলীয় ভাবে নির্বাচন হয়। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভারতের আদালতের আইনী পক্রিয়া শেষে সাত খুন মামলার প্রধান অভিযুক্ত নুর হোসেনকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। এসময় মন্ত্রী আরো বলেন, পূর্বের ঠিকাদারের ইজারার মেয়াদ শেষ হওয়ায় তাকে বাদ দিয়ে মেঘনা-গোমতী সেতুতে অনলাইনের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে। এতে করে প্রতিদিন ৩০ থেকে ৩৫ লাখ টাকা বেশী রাজস্ব বেশী আদায় হচ্ছে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিডিটাল সরকারের সুফল বলে উল্লেখ করেন মন্ত্রী। এর আগে মন্ত্রী বিকালে প্রথমে নারায়ণগঞ্জের শিমরাইলস্থ নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অফিসে আসলে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে মন্ত্রীকে শুভেচ্ছা জানান।এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান, জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি, স্বেচ্ছা সেবক লীগের সিনিয়র সহ সভাপতি নুর আলম প্রমূখ।প্রসঙ্গত, নারায়ণগঞ্জ-আদমজী রুটের শতকোটি টাকার রেলের সম্পদ বছরে পর বছর দখর করে রেখেছে দখলদাররা। দখলদাররা সেখানে গড়ে তুলেছে বসতবাড়ি, হাট বাজার। এসব দখল টিকিয়ে রাখতে আশ্রয় নিয়েছে ধর্মীয় সহানুভুতির। আর সে জন্য নির্মান করা হয়েছে মসজিদ মাজার। যাতে করে এসবের দোহাই দিয়ে উচ্ছেদ ঠেকানো যায়। তদারকির জন্য গড়ে উঠেছে সাইনবোর্ডধারী সংগঠন। সব চেয়ে প্রাচীন এ রেল লাইনে রেল চলাচল বহু আগেই বন্ধ হয়ে গেছে। তার পর থেকে চলছে রেলের জমি দখল পাল্টা দখল।
0 comments :
Post a Comment