আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি , বিদেশী হত্যাকাণ্ডে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন : এরশাদ

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি , বিদেশী হত্যাকাণ্ডে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন : এরশাদ

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি , বিদেশী হত্যাকাণ্ডে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন : এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সুশাসন আর বিচারহীনতার কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। বিদেশী হত্যাকাণ্ডের কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে মন্তব্য করলেও বাংলাদেশে আইএসের অস্তিত্ব নেই বলে মনে করেন সাবেক এই প্রেসিডেন্ট।
দেশের আইন শৃঙ্খলা নিয়ে রোববার সংবাদ সম্মেলন করার কথা থাকলেও ওইদিন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন থাকায় তা পিছিয়ে দেন। সোমবার সংবাদ সম্মেলনে হাজিদের দুর্ভোগ, মেডিকেল পরীক্ষার্থীদের আন্দোলনসহ বিভিন্ন ইস্যুতে কথা বলে বিদেশী নাগরিক হত্যায় শঙ্কা প্রকাশ করেন জাতীয় পার্টির নেতা হুসেইন মুহম্মদ এরশাদ। জাতীয় পার্টি সরকারে থেকেই বিরোধীদল এবং জাপা চেয়ারম্যান নিজেও প্রধানমন্ত্রীর বিশেষ দূত। এই অবস্থায় সরকারের সমালোচনার পরে ব্যর্থতার দায়ভার তার উপরও আসে কিনা, এ প্রশ্নের উত্তরে কোনো কথা বলেননি এরশাদ। তবে বিরোধীদল হিসেবে তাদের ব্যর্থতার কথা স্বীকার করেছেন তিনি। বিদেশী নাগরিকদের হত্যায় বিএনপি-জামাত জড়িত প্রধানমন্ত্রীর এমন বক্তব্য নিয়ে এইচ এম এরশাদ বলেছেন,  তদন্তের পরই সব বের হয়ে আসবে।

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment