বিধ্বস্ত রুশ বিমানের ২২৪ জন যাত্রীই নিহত, পুতিনের শোক। বিমান হামলার দাবি আইএস-র

এয়ারবাস এ-৩২১ শার্ম এল-শেখের রেড সি রিসোর্ট থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের উদ্দেশ্যে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়। দুই শতাধিক যাত্রী ও ক্রু নিয়ে মিশরের সেন্ট্রাল সিনাইতে বিধ্বস্ত রাশিয়ান বিমানের সকলেই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে মিশরের প্রশাসন। বিমান আরোহী ২২৪ জনের মধ্যে যাত্রী ২১৭ জন এবং সাতজন ক্রু ছিলেন। হাসানা এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায় এবং বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে মৃতদেহগুলো সরিয়ে নেয়া হয়। উদ্ধারকাজে দায়িত্বরত একজন প্রশাসনিক কর্মকর্তা সিট বেল্ট বাধা অবস্থায় থাকা মৃতদেহের দৃশ্যকে মর্মান্তিক বলে উল্লেখ করেছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার শোক দিবস ঘোষণা করেছেন। বিমান দুর্ঘটনার প্রশাসনিক তদন্তের নির্দেশসহ দুর্ঘটনাস্থলে উদ্ধার কর্মী পাঠানোর আদেশও দিয়েছেন। মিশরের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় ২১৪ জন যাত্রীর মধ্যে তিনজন ছিলেন ইউক্রেনের অধিবাসী এবং বাকি সবাই রাশিয়ার নাগরিক। রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে বিমানের ২১৭ জন যাত্রির মধ্যে ১৩৮ জন নারী এবং দুই থেকে ১৭ বছর বয়সি ১৭ জন ছিলো।
সিনাইতে জঙ্গিদের সক্রিয় নেটওয়ার্ক রয়েছে এবং শনিবার দুপুরে ইসলামিক স্টেটের (আইএস) মিত্র জঙ্গি গোষ্ঠির পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এই বিমানে হামলার দাবি করা হয়। কিন্তু রাশিয়ার পরিবহন মন্ত্রী মাকসিম সোকোলোভ ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সিকে জানিয়েছেন, ‘এ ধরনের প্রতিবেদন সত্য বিবেচিত হতে পারে না’। বিমানটি হামলার শিকার হয়েছিলো এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও উল্লেখ করেন তিনি।
৯ হাজার ৪৫০ মিটার উচ্চতায় থাকা অবস্থায় বিমানটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে মিশরের বেসামরিক বিমান চলাচল মন্ত্রনালয়। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেন, এত উচ্চতায় উড্ডিয়মান বিমান সিনাই উপত্যকার জঙ্গিদের দখলে থাকা কাঁধে রেখে আকাশে নিক্ষেপযোগ্য মানপাদ ক্ষেপণাস্ত্রের রেঞ্জের বাইরে।
রাশিয়ান অ্যাভিয়েশন অথরিটি জানিয়, বিমানটি সাইপ্রাসের বিমান ট্রাফিক নিয়ন্ত্রকের সঙ্গে ২৩ মিনিট যাবত যোগাযোগ করতে পারেনি। এরপরই সেটা হঠাৎ রাডার থেকে হারিয়ে যায়।
0 comments :
Post a Comment