সিদ্ধিরগঞ্জে বিষাক্ত মদ পান করে ৫ দিনে ৩ জনের মৃত্যু, এ ঘটনা ওসির জানা নেই।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ধনকুন্ডা এলাকায় নিজেদের প্রস্তুতকৃত বিষাক্ত মদ পান করে গত ৫ দিনে ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃতরা হলো, গোদনাইল ধনকুন্ডা গ্লাস ফ্যাক্টরী এলাকার কসাই মান্নান (৫৩), দক্ষিন পাড়া এলাকার সেলিম (৫০) ও মোল্লাপাড়া এলাকার মতিউর রহমান মতু (৫৫)। এলাকাবাসী ও মৃতদের পরিবার সূত্রে জানা যায়, নিজেদের প্রস্তুতকৃত মদ পান করে গত মঙ্গলবার বিকেল ৫টায় গোদনাইল ধনকুন্ডা গ্লাস ফ্যাক্টরী এলাকার কসাই মান্নান নিজ বাড়িতে মৃত্যুবরন করে এবং অসুস্থ অবস্থায় কসাই মান্নানের সহকারী সেলিম, মতিউর রহমান মতু ও আক্তার হোসেনকে নারায়ণগঞ্জ শহরের খানপুরের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার সেলিম মারা যায়। মতিউর রহমান মতুর অবস্থা অবনতি হওয়ায় তাকে শনিবার সকাল ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। পরে মতুকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। আক্তার হোসেন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফতউল্লাহ জানান, এ ধরনের কোন ঘটনা তার জানা নেই। তবে তিনি বিষয়টির খোঁজ খবর নিবেন।
0 comments :
Post a Comment