যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে নারায়ণগঞ্জ চলাচলকারী বন্ধু পরিবহন  

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে নারায়ণগঞ্জ চলাচলকারী বন্ধু পরিবহন  
 সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড থেকে নারায়ণগঞ্জ চলাচলকারী বন্ধু পরিবহন উপর মহল ম্যানেজ করতে যাত্রীদের সাথে শুরু করেছে প্রতারণা ভাড়া বারানোর অজুহাত দেখিয়ে পরিবহন মালিক পক্ষ দৈনিক লক্ষাধিক টাকা হাতিয়ে নিেছ যাত্রীদের কাছ থেকে   অভিযোগ জানা গেছে, সরকারী ভাবে প্রতি কিলোমিটারে ১০ পয়সা ভাড়া বৃদ্ধি করায় যাত্রীদের পকেট কাঁটার ফাঁদ এটেছে নারায়ণগঞ্জ-চিটাগাংরোড চলাচলকারী বন্ধু পরিবহন মালিক পক্ষ তারা ভাড়া বাড়িয়েছে টাকা এতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাবে হাতিয়ে নিেছ দৈনিক কমপক্ষে লক্ষাধিক টাকা নারায়ণগঞ্জ থেকে শিবুমার্কেট এলাকার দুরত্ব মাত্র কিঃমিঃ সরকারি হিসেব অনুযায়ী ভাড়া হয় টাকা ৭০ পয়সা হারে টাকা ৮০ পয়সা বন্ধু পরিবহন আগে শহরের ১নং রেলগেট কাউন্টার হতে শিবু মার্কেট পর্যন্ত যাত্রী প্রতি ভাড়া আদায় করত টাকা বর্তমানে আদায় করছে ১৭ টাকা আর চিটাগাং রোড পর্যন্ত ভাড়া আদায় করছে ২০ টাকা
সাধারণ যাত্রীরা জানায়, সরকার প্রতি কিলোমিটার যাত্রী প্রতি ১০ পয়সা করে ভাড়া বৃদ্ধি করলেও বাস মালিকদের হিসেব অনুযায়ী সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড থেকে নারায়ণগঞ্জের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার হলে ভাড়া ভাড়ার কথা টা ২০ পয়সা বন্ধু পরিবহন ভাড়া বাড়িয়েছে টাকা অন্যদিকে শহরের চাষাড়া লিংক রোডের মোড় থেকে টেম্পু চালকরা মাত্র ১০ জন যাত্রী নিয়ে জনপ্রতি শিবুমার্কেট পর্যন্ত ভাড়া আদায় করছে মাত্র টাকা আর বন্ধু পরিবহনে দ্বিগুণেরও বেশি আদায় করে যাত্রীদের সাথে অভিনব প্রতারণা করছে চিটাগাংরোড থেকে নারায়ণগঞ্জ চলাচলরত যাত্রীরা জানায় প্রতিদিন কমপক্ষে সড়ক দিয়ে লক্ষাধিক লোক যাতায়াত করছে বন্ধু পরিবহন দিয়ে চিটাগাংরোড থেকে নারায়ণগঞ্জের ভাড়া আগে ১৭ টাকা নিলেও বর্তমানে নিেছ ২০ টাকা তাছাড়া চিটাগাংরোট থেকে সানারপাড় গেলেও ভাড়া ২০ টাকাই দিতে েছ অথচ দূরুত্বমাত্র কিলোমিটার ছাড়াও অভিযোগ রয়েছে, যেখানে সেখানে গাড়ি দাঁড়করিয়ে যাত্রী উঠানামা করানো েছ সিট খালি না থাকলেও যাত্রী উঠানোর ফলে দাঁড়িয়ে থাকতে েছ এতে মহিলা যাত্রীরা বিড়ম্বনার শিকার েছন পরিবহনে অহরহ ঘটছে পকেট মার মোবাইল চুরি যাত্রীদের পড়তে েছ মলম পার্টির খপ্পড়ে এসব পকেটমার অজ্ঞান পার্টির সদস্যদের সাথে বন্ধু পরিবহনের চালক হেলপারদের যোগসূত্র রয়েছে বলে অভিযোগ উঠেছে

এদিকে অতিরিক্ত ভাড়া বৃদ্ধির ব্যাপারে বন্ধু পরিবহনের মালিক আসলামের সাথে কথা হলে তিনি জানান, আমার অনেককে ম্যানেজ করে চলতে হয় উপর মহল থেকে শুরু করে নিচ পর্যন্ত টাকা দিতে েছ এসব টাকাকি আমি নিজের জমি আর গাড়ি বিক্রি করে দিবো

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 comments :

  1. আমি এখানে এই মহান পোস্ট শেয়ার করা হয়েছে যারা এই ওয়েবসাইটের মালিক আসলে কৃতজ্ঞ.




    rental mobil bekasi

    ReplyDelete