চট্টগ্রামের আগ্রাবাদে মা-মেয়েকে কুপিয়ে হত্যা: দুই যুবকের ফাঁসি

চট্টগ্রামের আগ্রাবাদে মা-মেয়েকে কুপিয়ে হত্যা: দুই যুবকের ফাঁসি

চট্টগ্রামের আগ্রাবাদে মা-মেয়েকে কুপিয়ে হত্যা: দুই যুবকের ফাঁসি
চট্টগ্রামের আগ্রাবাদে মা-মেয়েকে কুপিয়ে হত্যার অপরাধে আসামি আবু রায়হান আরজু ও শহিদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে ৫ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মহিতুল হক এনাম চৌধুরী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। ২০১৪ সালের ২৪ মার্চ আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় একটি ভবনে রেজিয়া বেগম (৫০) ও তার মেয়ে সায়মা নাজনীন নিশাতকে (১৬) কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রেজিয়ার স্বামী মো. রেজাউল করিম বাদি হয়ে ওই দুজনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই বছরের ২৫ মে এ মামলার অভিযোগপত্র দেয় পুলিশ। 

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment