নিরাপত্তা ব্যবস্থা জোরদার -প্রশাসন ?
খুন হলেন পিডিবি’র সাবেক চেয়ারম্যান পীর সাহেব খিজির খান

রাজধানীর মধ্যবাড্ডায় সোমবার রাতে নিজ বাসায় খুন হলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান পীর সাহেব খিজির খান (৬৫)। তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। এরই মধ্যে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে দুই বিদেশী খুন হওয়ার পর রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছিলো প্রশাসন। জিজ্ঞাসাবাদের জন্য তিন গৃহকর্মীকে আটক করেছে পুলিশ। ডিএমপির গুলশান বিভাগের অতিরিক্তি পুলিশ কমিশনার (এডিসি) মোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির নাম খিজির খান। তিনি পিডিবি’র সাবেক চেয়ারম্যান।পুলিশ জানিয়েছে, ৫ তলা বাড়ির ৩য় তলায় থাকতেন খিজির খান। দ্বিতীয় তলায় রয়েছে রহমতিয়া খানকা শরীফ। প্রতি বৃহস্পতিবার সেখানে জিকির-আজকার হতো। এতে খিজির খানের কিছু অনুসারী, আত্মীয়-স্বজন অংশ নিতেন। সোমবার রাত ৮টার দিকে চারজন যুবক তার সঙ্গে দেখা করতে আসে। বাড়ির গৃহকর্মীরা তাদেরকে নিচ তলায় বসতে দেন। এক পর্যায়ে ওই যুবকরা দুই গৃহকর্মীকে বেঁধে ফেলে। দোতলায় গিয়ে খিজির খানকে ধারালো ছোরা দিয়ে গলাকেটে হত্যা করে। পুলিশ এসে দোতলার অজুখানের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে। এলাকাবাসী জানিয়েছে, ২০০৭ সালে চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি নিজের বাড়িতে খানকা শরীফ গড়ে তোলেন। এ জন্য অনেকের কাছে তিনি পীর সাহেব নামেও পরিচিত ছিলেন। পুলিশের যুগ্ম কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, হত্যার মোটিভ দেখে মনে হচ্ছে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। ধারণা করা হচ্ছে ঘটনা অন্যদিকে নিতে বাসার মালামাল তছনছ করা হয়েছে। খিজির খানের আদি নিবাস চাঁদপুর হলেও কুষ্টিয়ায় স্থায়ীভাবে বসবাস করতেন তারা। জানা গেছে, তার পিতা এবং পিতামহ দুজনই পীর ছিলেন। গোয়েন্দা পুলিশের ধারণা, তরিকা সংক্রান্ত বিরোধে তাকে হত্যা করা হয়েছে।এর আগে ২০১৩ সালের ২১ ডিসেম্বর রাজধানীর গোপীবাগে একজন পীরসহ ৬ জনকে জবাই করা হত্যা করা হয়।পরের বছরের ২৭ আগষ্ট পূর্ব রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন চ্যানেল আইয়ের অনুষ্ঠান উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী। তাকেও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি চ্যানেল আইয়ের 'শান্তির পথে' ও 'কাফেলা' নামে ইসলামিক অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন।
0 comments :
Post a Comment