বগুড়ায় জেলা যুবলীগ নেতার ভাবী অর্ধকোটি টাকার মাদকসহ গ্রেফতার


বগুড়ায় জেলা যুবলীগ নেতার ভাবী অর্ধকোটি টাকার মাদকসহ গ্রেফতার
রোববার রাতে শহরের চকসূত্রাপুর চামড়ার গুদাম এলাকায় অভিযান চালিয়ে ৪ লাখ টাকা মূল্যের ৮০০ পিচ ইয়াবা ট্যাবলেট,
 ৪৫ লাখ টাকা মূল্যের ৪৫০ গ্রাম হেরোইনসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ৫ লাখ ৯৮ হাজার টাকা ও
 ৮টি মোবাইল ফোন সেট জব্ধ করে র‌্যাববগুড়ায় মাদকের আস্তানায় হানা দিয়ে অর্ধকোটি টাকা মূল্যের হেরোইন ও ইয়াবা উদ্ধার এবং
 যুবলীগ নেতার ভাইয়ের স্ত্রীসহ দুই মাদক
 ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো- শহরের চকসূত্রাপরু চামড়ার গুদাম এলাকার পুতু সরকারের স্ত্রী মাদক সম্রাজ্ঞী
 শাহীনুর বেগম ওরফে সালমা (৩২) ও গাবতলী উপজেলার নাড়ুয়ামালা গ্রামের সবুজ মিয়ার স্ত্রী রওশনারা (৩০)। সালমার স্বামী পুতু সরকার
 জেলা যুবলীগ নেতা আব্দুল মতিন সরকারের ছোট ভাই বলে জানা গেছে।

র‌্যাব-১২ বগুড়া বিশেষ কোম্পানী জানায়, রোববার রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার
 মেজর এএফএম আজমল হোসেন খান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মো: মফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল শহরের 
চকসূত্রাপুর চামড়ার গুদাম এলাকায় অভিযান চালায়। এসময় ৪ লাখ টাকা মূল্যের ৮০০পিচ ইয়াবা ট্যাবলেট, ৪৫ লাখ টাকা মূল্যের ৪৫০ গ্রাম হেরোইন
 আটককৃতদের কাছ থেকে উদ্ধার করে। সঙ্গে ৮টি মোবাইল ফোন ও মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ৫ লাখ ৯৮ হাজার টাকা জব্ধ করা হয়।
অভিযানকালে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য
 বিক্রি করে আসছিল বলে র‌্যাব জানায়।

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment